এবার দুর্দান্ত স্টাইলিশ লুকের এই “সস্তা বাইক” বাজারে লঞ্চ করল Yamaha! এটির দাম জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: Yamaha কোম্পানির বাইকগুলি বাইকপ্রেমীদের পছন্দের তালিকায় বরাবরই থাকে একদম শীর্ষে। পাশাপাশি, সংস্থার বাইকগুলি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে দেশজুড়ে। তার সঙ্গে বাড়ছে গ্রাহকদের চাহিদাও। এমতাবস্থায়, গ্রাহকদের কথা মাথায় রেখে এবং যুগের সাথে তাল মিলিয়ে Yamaha এবার তাদের অত্যন্ত জনপ্রিয় YZF-R15 V4 মোটরসাইকেলটিকে আপডেট করেছে।

জানা গিয়েছে, ওই বাইকটিতে একটি নতুন “ডার্ক নাইট” কালার স্কিম দেওয়া হয়েছে। পাশাপাশি, মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে 1.82 লক্ষ টাকা। বাইকটি লাল, নীল এবং ইন্টেন্সিটি হোয়াইট কালারে উপলব্ধ রয়েছে। যেগুলির এক্স-শোরুম দাম হল যথাক্রমে 1.81 লক্ষ, 1.82 লক্ষ এবং 1.86 লক্ষ টাকা। উল্লেখ্য যে, Yamaha R15 V4 Dark Knight-এ কালার স্কিম ছাড়া অন্যান্য ভেরিয়েন্টের তুলনায় তেমন কোনো পরিবর্তন করা হয়নি।

জানিয়ে রাখি, এই বাইকটিতে একটি 155cc-র সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন রয়েছে। যা 18.4bhp এবং 14.2Nm শক্তি উৎপন্ন করে। পাশাপাশি, ট্রান্সমিশন ডিউটির জন্য অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচের পাশাপাশি 6-স্পিড গিয়ারবক্স উপলব্ধ রয়েছে। বাইকটিতে 282 মিমি ফ্রন্ট ডিস্ক এবং 220 মিমি রিয়ার ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়াও, Yamaha R15 V4-এ ডুয়াল-চ্যানেল ABS (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম) রয়েছে। পাশাপাশি, সাসপেনশন সেটআপে সামনের দিকে USD ফর্ক এবং পিছনে মনোশক উপলব্ধ থাকে।

এদিকে, Yamaha R15 V4-এর সামগ্রিক দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হল যথাক্রমে 1990mm, 725mm এবং 1135mm। এটির হুইলবেস হল 1325mm-এর এবং এই বাইকে 170mm-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। এছাড়াও, এটির সিটের উচ্চতা হল 815 মিমি। এমতাবস্থায়, ফিচার্সের কথা বললে জানাতে হয় যে, এই বাইকে রয়েছে বাই-ফাংশনাল হেডলাইট, এলইডি পজিশন লাইট, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচ, সম্পূর্ণ ডিজিটাল এলসিডি মিটার কনসোল, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং ইয়ামাহা ওয়াই-কানেক্ট অ্যাপের মত দুর্দান্ত ফিচার্স।

1821643 yamaha r15

কি পরিকল্পনা রয়েছে Yamaha-র: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জাপানি টু-হুইলার নির্মাতা Yamaha শীঘ্রই ভারতে তাদের R3 মডেলটি ফিরিয়ে আনবে। এর পাশাপাশি, Yamaha MT-03-ও নিয়ে আসার পরিকল্পনা করছে। উভয় মডেলেই 321cc-র একটি লিকুইড-কুলড ইঞ্জিন রয়েছে যা 42PS সর্বোচ্চ শক্তি এবং 29Nm-এর পিক টর্ক জেনারেট করে। আগামী মাসে, কোম্পানিটি MT-03 স্পোর্টস নেকেড বাইক, MT-07 এবং MT-09 স্ট্রিট নেকেড বাইকও সামনে আনবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর