যোগী আদিত্যনাথের বড় সিদ্ধান্ত! আজ থেকে মন্ত্রীদের জন্য বন্ধ সরকারি ভাণ্ডার, নিজেকেই দিতে হবে আয়কর

বাংলা হান্ট ডেস্কঃ  উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার রাজ্যের ভাণ্ডার থেকে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের বেতনের ইনকাম ট্যাক্স দেওয়ার ৩৮ বছরের পুরনো প্রথা মঙ্গলবার শেষ করে দিলো। এবার থেকে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা নিজের পকেট থেকেই ইনকাম ট্যাক্স দিতে বাধ্য থাকবেন। মঙ্গলবার লখনউ এর লকভবনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এর নেতৃত্বে হওয়া ক্যাবিনেট বৈঠকে এই প্রস্তাব পাশ হয়। প্রসঙ্গত, এখনো পর্যন্ত অর্থ মন্ত্রক মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের ইনকাম ট্যাক্স সরকারের ভাণ্ডার থেকে দিত। ১৯৮১ সাল থেকে এই ব্যাবস্থা লাগু হয়েছে উত্তর প্রদেশে।

প্রস্নগত, এখনো পর্যন্ত রাজ্য সরকারের মন্ত্রীদের ইউপি মন্ত্রী নয়ম ১৯৮১ অনুযায়ী মন্ত্রী রুপে প্রাপ্ত বেতনের উপর আয়কর বিভাগ ইনকাম ট্যাক্সে ছাড় দিত। রাজ্যের অর্থ মন্ত্রীর দ্বায়িত্ব নেওয়ার পর সুরেশ খান্না বাজে খরচ বন্ধ করার জন্য অনেক পর্যালোচনা করেন। তখন মন্ত্রীদের বেতনের ট্যাক্স সরকারি ভাণ্ডার থেকে দেওয়ার কথা সামনে আসে। তখন থেকেই উনি এই ব্যাবস্থা বন্ধ করার জন্য উঠেপড়ে লাগেন। উনি এই বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথেও আলোচনা করেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওনার এই প্রস্তাবে সহমতি জানান, আর এরপর এই প্রস্তাব ক্যাবিনেটে পাঠানো হয়।

উত্তর প্রদেশ সরকার ৩রা অক্টোবর, ১৯৮১ থেকে আয়কর দিচ্ছে। কংগ্রেসের ভিপি সিং সরকার এই ব্যাবস্থা লাগু করেছিল। ১৮১ সালে যখন এই ব্যাবস্থা লাগু করা হয়েছিল তখন সরকার বিধায়কদের দারিদ্রতা আর খারাপ অবস্থার কথা জানিয়ে সরকারি ভাণ্ডার থেকে ইনকাম ট্যাক্স দেওয়ার ব্যাবস্থা লাগু করে। তখন থেকেই রাজ্যের বিধায়ক এবং মন্ত্রীদের প্রতিপত্তি দিনদিন বেড়েই উঠেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর