মুখ্যমন্ত্রী হয়ে যোগীর সম্পত্তি বাড়ল ৬১ শতাংশ, অখিলেশ যাদবের বাড়ল ৩২৭ শতাংশ

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিধানসভা নির্বাচনের জন্য ১০ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) গোরক্ষপুর সিটি আসন থেকে ভোটে লড়ছেন। অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ (Akhilesh Yadav) যাদব করহাল আসন থেকে দাঁড়িয়েছেন। বিশেষ বিষয় হল যোগী এবং অখিলেশ দুজনেই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ছেন। দু’জনেই এখনও পর্যন্ত লোকসভা এবং বিধান পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অখিলেশ এবং যোগী আদিত্যনাথ দুজনেই নিজ নিজ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন। দুজনেই হলফনামায় তাদের সম্পদ ও ফৌজদারি মামলার তথ্য দিয়েছেন। হলফনামায় যোগী তার সম্পদের পরিমাণ ১.৫৪ কোটি এবং অখিলেশ ৪০,১৪ কোটি টাকা বলে ঘোষণা করেছেন। পাশাপাশি, যোগীর বিরুদ্ধে একটিও ফৌজদারি মামলা নেই। অন্যদিকে, অখিলেশের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের সম্পদ বেড়েছে প্রায় ৬০ লক্ষ টাকা। শতাংশের দিক থেকে, সম্পদ ৬১ শতাংশের বেশি বেড়েছে। ২০১৭ সালে বিধান পরিষদ নির্বাচনের সময় যোগী তার সম্পদ ৯৫.৯৮ লক্ষ জানিয়েছিলেন।

Uttar Pradesh,Yogi Adityanath,Akhilesh Yadav

অন্যদিকে, অখিলেশ যাদব ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১২ সালে অখিলেশ বিধান পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তখন তার সম্পদের পরিমাণ ছিল ৮.৮৪ কোটি টাকা। এর পরে ২০১৯ সালে তিনি আজমগড় আসন থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময় তিনি তার সম্পদের পরিমাণ ৩৭.৭৮ কোটি টাকা বলে ঘোষণা করেছিলেন। অর্থাৎ ৭ বছরে তার সম্পদ বেড়েছে ৩২৭ শতাংশের বেশি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর