হাথরস কাণ্ড নিয়ে যোগীর মন্ত্রী বললেন, দাঙ্গা উস্কাতে চাইছে বিরোধীরা

বাংলা হান্ট ডেস্কঃ হাথরস কাণ্ড নিয়ে পুলিশ ও প্রশাসন সন্দেহের মধ্যে রয়েছে। বিরোধীরা সরকারের উপর একের পর এক আক্রমণ করে চলেছে। আর এরমধ্যে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকারের ক্যাবিনেট মন্ত্রী রমাপতি শাস্ত্রী (Ramapati Shastri) আজব বয়ান দিলেন। শাস্ত্রী বিরোধীদের একহাতে নিয়ে তাঁদের দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করে বলেছেন যে বিরোধীরা বর্ণ দাঙ্গা উস্কে দিতে চায়।

উত্তর প্রদেশের ক্যাবিনেট মন্ত্রী রমাপতি শাস্ত্রী বলেন, বিরোধীদের ট্যুইট, অডিও টেপ পুরনো দাঙ্গার ষড়যন্ত্রের দিকেই ইঙ্গিত করে। উনি বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতীর বিরুদ্ধে দলিত মেয়েকে অপমান করার অভিযোগ তোলেন। শাস্ত্রী বলেন, মায়াবতী এর আগে মুখ্যমন্ত্রী ছিলেন, সেই হিসেবে ওনাকে এই মামলার সংবেদনশীলতা বোঝা উচিৎ।

শাস্ত্রী বলেন, আমরা এই মামলার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করেছি। উনি বলেন, SIT এর প্রাথমিক তদন্তের রিপোর্টে পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে।  মুখ্যমন্ত্রী নার্কো, পলিগ্রাফ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী দাবি করে বলেন যে, এই ঘটনার সত্য খুব শীঘ্রই সবার সামনে আসবে। এরজন্য সরকার প্রতিবদ্ধ।

উল্লেখ্য, বিজেপির ফায়ারব্যান্ড নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী বলেছিলেন যে, পুলিশের পদক্ষেপে দল আর সরকারের নাম খারাপ হয়েছে। জানিয়ে দিই, যোগী আদিত্যনাথ এই মামলায় প্রশাসনের গাফিলতির অভিযোগ সামনে আসার পর SP, DM সমেত পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে। সাসপেন্ড করার পর  কংগ্রেসের মহাসচিব তথা ইউপির ইনচার্জ প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন করে বলেন যে, কয়েকজনকে সাসপেন্ড করে কি হবে?

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর