রামনবমীতে রাজ্যে ৮০০-র বেশি শোভাযাত্রা হয়েছে, দাঙ্গা দূরের কথা, ঝগড়া পর্যন্ত হয়নিঃ যোগী আদিত্যনাথ

বাংলা হান্ট ডেস্কঃ রাম নবমী উপলক্ষ্যে দেশের বুকে একাধিক শোভাযাত্রায় উত্তেজনার সৃষ্টি করে দুষ্কৃতীর দল। বিশেষত ঝাড়খণ্ড, গুজরাট, মধ্যপ্রদেশ এবং বাংলার বুকে রাম নবমীর শোভাযাত্রা ঘিরে একাধিক হামলার ঘটনা ঘটে। সেই হামলায় পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে পড়ে যে সেখানে পুলিশ প্রশাসনকেও আসরে নামতে দেখা যায়। কিন্তু দেশের অপর প্রান্ত উত্তরপ্রদেশে রামনবমীকে কেন্দ্র করে যে কোনো হামলার ঘটনা ঘটেনি, সেকথাই এদিন জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

   

যোগী আদিত্যনাথ এদিন এক বক্তৃতায় দাবি করেন, রামনবমী উপলক্ষ্যে উত্তরপ্রদেশে কোন রকম সাম্প্রদায়িক অশান্তি তো দূরের কথা, শোভাযাত্রায় কোন ঝগড়ার ঘটনা পর্যন্ত ঘটে নি। মঙ্গলবার লখনউতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “রামনবমী সবে মাত্র শেষ হয়েছে। উত্তর প্রদেশের জনসংখ্যা 25 কোটিরও বেশি। আমরা জানি রাজ্যজুড়ে 800 টি জায়গায় রামনবমী মিছিলের আয়োজন করা হয় এবং এই সময় রমজান মাস উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষের রোজা ইফতারের অনুষ্ঠানও চলে। কিন্তু তা সত্ত্বেও শোভাযাত্রায় দাঙ্গা তো দূরের কথা, কোনো রকম ঝগড়ার ঘটনাও ঘটেনি।”

যোগীর মতে, ‘এটি উত্তরপ্রদেশের নতুন উন্নয়নের প্রতীক’। তিনি আরো বলেন, “এখন আর দাঙ্গা, অনাচার কিংবা কোন রকম বিতর্কের জায়গা নেই আমাদের রাজ্যে।” রাম নবমীর শোভাযাত্রা উপলক্ষ্যে উত্তরপ্রদেশে কোন রকম দাঙ্গা-হাঙ্গামার ঘটনা না ঘটলেও দেশে বিশেষত 6 টি রাজ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। গুজরাট, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের মতো রাজ্যে রাম নবমী মিছিলে পাথর ছোড়া থেকে শুরু করে একাধিক বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। মধ্যপ্রদেশের মিছিলে যেমন দশটারও বেশী বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, ঠিক তেমনিভাবে বাংলার বুকেও রাম নবমী শোভা যাত্রায় হামলার অভিযোগ ওঠে।

প্রসঙ্গত, রাম নবমী উপলক্ষ্যে গুজরাটে উত্তেজনার সৃষ্টি হয়। রবিবার রাম নবমীর মিছিল যখন ছাপারিয়ার রামজি মন্দির থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা হয়ে টাওয়ার চকে পৌঁছায়, সেই সময় সেখানকার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আচমকাই মিছিলের ওপর আক্রমণ করে কিছু হামলাকারী। হামলায় মিছিলের বেশ কয়েকটি যানবাহন সহ একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। দুষ্কৃতীদের দ্বারা পাথর বর্ষণ ও ভাঙচুরের পর গোটা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পবিত্র শোভাযাত্রায় পাথর ছোড়ার এহেন ঘটনায় ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং সূত্রের খবর, এরপর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর