করোনার জেরে যোগী আদিত্যনাথ নিলেন কড়া পদক্ষেপ, বিরোধিতা করল আরএসএস

বাংলাহান্ট ডেস্কঃ করোনার সংক্রমণ রুখতে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নাম সবার প্রথমেই রয়েছে। নিজের রাজ্যকে করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্ত করার জন্য, প্রাথমিক স্তর থেকেই তিনি বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে গেছেন। বর্তমানে ভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদেরকেও নিজ রাজ্যে ফিরিয়ে আনার জন্য ট্রেন পরিষেবা চালু করার অনুরোধও করেন তিনি।

ভারতে তৃতীয় দফা লকডাউনে করোনা পরিস্থিতি
বর্তমানে গোটা ভারতে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা প্রায় ৬৩ হাজার। প্রাণও হারিয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) তৃতীয় দফা লকডাউন জারী করলেও, আক্রান্তের সংখ্যা বিলিন হওয়ার বদলে উল্টে বৃদ্ধি পাচ্ছে। লকডাউনের এই তৃতীয় পর্যায়ে খুলে দেওয়া হয়েছে অনেক দোকান পাঠ।

যোগী সরকারের গৃহিত সিদ্ধান্তের বিরোধিতা করল আরএসএস সংগঠন
একের পর এক বড়ো সিদ্ধান্ত নেওয়ার বশবর্তী হয়ে শ্রমিকদের কথা মাথায় রেখে উত্তরপ্রদেশ, গুজরাট এবং মধ্য প্রদেশের রাজ্য সরকার শ্রম আইন শিথিল করার চিন্তা ভাবনা করেছেন। শ্রমিকদের কাজের বিষয় পূর্বের মতই জারী থাকবে। পরবর্তী ৩ বছর সময়ের মধ্যেও শ্রমিকদের বেতনের ক্ষেত্রেও বিভিন্ন ছাড় দেওয়া হবে। উত্তরপ্রদেশ সরকাররে এই সিদ্ধান্ত গ্রহণের বিরোধিতা করেছে আরএসএসের মধ্যে ভারতীয় শ্রমিক মজদুর সংঘ বিএমএস।

শ্রম আইনের পরিবর্তন করায়, সরকারকে এর দায় বহন করতে হবে
এই সংগঠনের একজন মুখপাত্র জানিয়েছেন, সরকারের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অধিকার উলঙ্ঘন করে। সরকারকে অবিলম্বে এই নির্দেশ খারিজ করত হবে। তা না হলে এই সিদ্ধান্তের বিরুদ্ধাচারণ করে বিক্ষোভ প্রদর্শন করা হবে। ট্রেড ইউনিয়নগুলির পাশাপাশি বিরোধী দলগুলি আরও জানিয়েছে, শিল্পের ক্ষেত্রে দেওয়া এই ছাড়ের ফলস্বরূপ রাজ্য সরকারকে এর দায় বহন করতে হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর