সম্পত্তির ক্ষতির ভরপাই করার জন্য দেশের প্রথম ট্রাইব্যুনাল গঠন করল যোগী সরকার

বাংলা হান্ট ডেস্কঃ যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) দাঙ্গারোধী মডেল শুধু উত্তরপ্রদেশেই না, দেশে অন্যান্য রাজ্য সমেত বিদেশেও আপন করে নেওয়া হচ্ছে। এবার এই মডেলকে আইনত করতে সরকার রাজনৈতিক জুলুস, বিরোধ প্রদর্শন আর আন্দোলনের সময় সার্বজনীন এবং ব্যাক্তিগত সম্পত্তির ক্ষতির ভরপাই করার জন্য ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। উত্তর প্রদশে দেশের প্রথম রাজ্য যেখানে এই ট্রাইব্যুনাল গঠন কর আহয়েছে। এই ট্রাইব্যুনালে অশান্তিতে ক্ষতি হওয়া সম্পত্তির ভরপাইয়ের দাবি করতে পারেন রাজ্যের যেকোন ব্যাক্তি অথবা সংগঠন। ট্রাইব্যুনাল অভিযোগকারীর অভিযোগ পাওয়ার পর উপদ্রবিদের কাছ থেকে ভরপাই করবে। এবং উপদ্রবিদের তাঁদের নির্দোষ হওয়ার প্রমাণও এই ট্রাইব্যুনালে দিতে হবে।

এর আগে মার্কিন যুক্ত রাষ্ট্রে কৃষ্ণাঙ্গ মামলায় ট্রাম্প প্রশাসন যোগী সরকারের এই মডেল অনুসরণ করেছিল। সেখানে উপদ্রবিদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া থেকে শুরু করে তাঁদের ছবি রাস্তায় টাঙানো পর্যন্ত হয়েছিল। এছাড়াও কিছুদিন আগে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে হয়ে যাওয়া হিংসার পর সেখানকার সরকার যোগী সরকারের এই মডেল অনুসরণ করছে। ব্যাঙ্গালুরু হিংসার সাথে জড়িত উপদ্রবিদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা নেবে সরকার। দরকার পড়লে তাঁদের সম্পত্তিও বিক্রি দেওয়া হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর