গরীব, অসহায় আর অনাথ বাচ্চাদের জন্য দারুন এক প্রকল্প শুরু করলেন যোগী আদিত্যনাথ

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) রাজ্যের অনাথ আর গরীব বাচ্চাদের সাহায্যে অভিভাবকদের জন্য হাত বাড়িয়ে দিলেন। উত্তর প্রদেশে শিশু শ্রমের কারণে স্কুলে না যেতে পারা ৮ থেকে ১৮ বছরের অনাথ, অসহায় আর গরীব বাচ্চাদের সাহায্যের জন্য উত্তর প্রদেশ সরকার শিশু শ্রমিক বিদ্যা যোজনা (Bal Shramik Vidya Yojana) শুরু করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার এই যোজনা শুরু করলেন।

এই যোজনা অনুযায়ী, শিশু শ্রম বন্ধ করার জন্য শিশু শ্রমের সাথে যুক্ত ৮ থেকে ১৮ বছরের বাচ্চাদের যোগী সরকার পড়াশোনায় সাহায্য করবে। তাদের অটল আবাসিয় বিদ্যালয়ে ভর্তিও করানো হবে। যোগী সরকার ঘোষণা করেছে যে, এই যোজনা অনুযায়ী গরীব, অসহায় আর অনাথ বাচ্চাদের প্রতিমাসে ১ হাজার ২০০ করে টাকা দেওয়া হবে। আর অষ্টম, নবম এবং দশম শ্রেণীতে পড়াশুনা করা বাচ্চাদের মাসে ১ হাজার ২০০ টাকা ছাড়াও বছরে ৬ হাজার করে টাকা দেওয়া হবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এরকম শিশু শ্রমিক বাচ্চা যাঁদের মা-বাবা নেই অথবা দুজনের মধ্যে একজন নেই অথবা তাদের মধ্যে কেউ দিব্যাঙ্গ অথবা ভূমিহীন অথবা কোন অসাধ্য রোগে আক্রান্ত, এরকম বাচ্চাদেরও সাহায্য দেবে যোগী সরকার।

সরকার এর জন্য নির্বাচন প্রক্রিয়াও শুরু করে দিয়েছে। এর জন্য প্রথম দফায় সেই ৫৭ জেলার এরকম ২ হাজার বাচ্চার নাম নির্বাচিত হয়েছে, যেখানে শিশুশ্রমের সর্বাধিক মামলা সামনে এসেছে। এই বাচ্চাদের পরিবারকে সরকার সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা দেবে। এই বাচ্চাদের প্রতিটি শ্রেণীতেই ছাত্রবৃত্তি যোজনার সুবিধাও দেওয়া হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর