হাইকোর্টের আদেশের পরেও রাস্তা থেকে অপরাধীদের পোস্টার সরাবেনা যোগী সরকার! যাওয়া হবে সুপ্রিম কোর্টে

বাংলা হান্ট ডেস্কঃ নাগরিকতা সংশোধন আইনের (CAA) বিরুদ্ধে রাজধানী লখনউতে (Lucknow) লাগানো অভিযুক্তদের পোস্টার সরাবে না যোগী সরকার (Yogi Government)। উল্লেখ্য, হাইকোর্টের সিদ্ধান্তের পর অভিযুক্তদের পোস্টার সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। হোলির পর যোগী সরকার এলাহাবাদ হাইকোর্টের (Allahabad high Court) সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট (Supreme Court) যাবে।

হাইকোর্টের সিদ্ধান্তের পর এবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi AdityaNath) নির্দেশে সোমবার লোকভবনে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে সরকারের মুখ্য সচিব, পুলিশ কমিশনার আর জেলাশাসক সমেত অনেক আধিকারিক উপস্থিত ছিলেন। আপনাদের জানিয়ে দিই, পুলিশের তরফ থেকে লখনউ ১০০ টি চৌরাস্তায় ৫৭ জন অভিযুক্তের পোস্টার লাগানো হয়েছিল।

আপনাদের জানিয়ে দিই, এর আগে সোমবার এলাহাবাদ হাইকোর্ট যোগী সরকারকে লখনউ এর সিএএ বিরোধী হিংসায় অভিযুক্তদের পোস্টার লাগানোর জন্য ধমক দেয়। হাইকোর্ট রাজ্য সরকারের অভিযোগ খারিজ করে লখনউ এর জেলাশাসক আর পুলিশ কমিশনারকে অবিলম্বে পোস্টার আর ব্যানার সরানোর নির্দেশ দেয়।

আরেকদিকে হাইকোর্টের নির্দেশের পর বিরধিরাও যোগী সরকারকে আক্রমণ করে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব যোগী সরকারকে আক্রমণ করে বলেন, অহংকারি সিদ্ধান্ত নেওয়া বন্ধ করুন। কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধীও হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যোগী সরকারকে আক্রমণ করেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর