কড়া মুডে যোগী সরকার: অবৈধভাবে দখল করা জমির জন্য আদায় করা হবে সম্পূর্ণ ভাড়া

Bangla Hunt Desk: অফিসে প্রবেশের টাইমের পর এবার এক নতুন নিয়ম জারি করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তরপ্রদেশে সরকারী জমি থেকে অবৈধ দখল অপসারণ, নির্মাণ এবং ভাঙ্গার কারণে অভিযুক্ত ব্যক্তিদের শিক্ষা দেওয়ার কারণে জারি করলেন এক নতুন ফর্মান।

ভূমি মাফিয়াদের থেকে জমি রক্ষা করার জন্য বর্তমান সময়ে যোগী সরকার উঠে পড়ে লেগেছেন। প্রশাসন ইতিমধ্যেই বেশ কয়েকটি বিল্ডিং-এর উপর বুলডোজারও চালিয়ে দিয়েছে।

yogi 1549337281

ভেঙ্গে দেওয়া হচ্ছে জমি মাফিয়াদের অবৈধ বিল্ডিং
লখনউ পৌর কর্পোরেশনে জমি মাফিয়া মুখতার আনসারীর সমস্ত অবৈধ নির্মান বাতিল করে দেওয়া হয়েছে। পূর্বেই, ২৭ শে আগস্ট মাফিয়া মুখতার আনসারীর ডালিবাগ কলোনিতে নির্মিত অবৈধ বিল্ডিং ভেঙ্গে দিয়ে, ক্ষতিপূরণ তার থেকেই নেওয়ার কথা বলা হয়েছিল। এরপর ২৮ শে আগস্ট সরকারী তরফ থেকে সেই বিল্ডিং-এর উপর বুলডোজারও চালিয়ে দেওয়া হয়।

নেওয়া হচ্ছে কঠিন পদক্ষেপ
এইভাবে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই জমি মাফিয়া মুখতার আনসারীর বিরুদ্ধে ৪-৫ টি ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুদিন আগেই তার দুই ছেলেকে অপরাধী হিসাবে ঘোষণা করা হয়েছে। পূর্বে গাজীপুর, মৌ, আজমগড়, জৌনপুর এবং বারাণসীতেও অবৈধ নির্মানের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছিল।

জারি যোগী সরকারের নয়া ফর্মান
রাজ্যে এইভাবে জমি মাফিয়াদের অবৈধভাবে বিল্ডিং নির্মান এবং ভেঙ্গে ফেলার বিষয়ে এবার যোগী সরকার নিয়ে এল নতুন নিয়ম। অবৈধভাবে সরকারী জমি দখল করে থাকলে, এবার থেকে তার জন্য ভাড়া দিতে হবে। পাশাপাশি সেই বিল্ডিং ভাঙ্গার ক্ষতিপূরণও তাকেই দিতে হবে। এই হল যোগী সরকারেরন নয়া ফর্মান।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর