গবীর কৃষকের উপর দাদাগিরি দেখানোয় পুলিশ কর্মীকে বরখাস্ত করল যোগী সরকার, দেওয়া হল ক্ষতিপূরণ

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) দিলেন ন্যায় বিচার। পুলিশ ভ্যানের চাকার পিষ্ট হয়ে যেসকল সবজি বিক্রেতার ক্ষতি হয়েছিল, তাঁদের দিলে ক্ষতিপূরণ। সেইসঙ্গে বরখাস্ত করা হল অভিযুক্ত উপ-পরিদর্শককেও। এখনও অবধি ১১ জন কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এবং বাকিদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

করোনা ভাইরাসের জেরে জারী হওয়ায় লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এই সবজি বাজার বসত। তবে সপ্তাহে শুধু বুধবার এবং শুক্রবার এই বাজার বইসার অনুমতি ছিল। কিছু কিছু ক্ষেত্রে এবার বৃহস্পতিবার করেও বাজার বসত।

ঘটনার বিবরণ
সম্প্রতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি সবজি বাজারের ভিডিও প্রকাশ্যে আসে। এই ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রকাশ হওয়ার সাথে সাথেই তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশের একটি গাড়ি রাস্তার ধারের সবজির দোকানগুলোকে একেবারে পিষে দিয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে অশ্লীল মন্তব্যও করছে।

বরখাস্ত করা হয় আধিকারিককে
এই ঘটনা মুখ্যমন্ত্রী যোগীর কানে গেলে, তাঁর তৎপরতায় ঝুরপুরের এসএসপি দ্রুত এসএসপি লাইনে স্থানান্তরিত হন। এবং বরখাস্তের পর তাঁর বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়। ৩ রা জুন বুধবার ঘুরপুরে সাপ্তাহিক মান্ডি অনুষ্ঠিত হওয়ার দিনই ঘটে যায় এই দুর্ঘটনা। প্রয়াগরাজ পুলিশ এই ভিডিও ট্যুইটের মাধ্যমে ওই আধিকারিকের পদত্যাগের দাবী জানায়।

06THLTYOGI 780x470 1

ক্ষতিগ্রস্থদের দেওয়া হয় ক্ষতিপূরণ
ঘটনার পরবর্তীতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন, ঘটনাস্থলটি ঘুরে দেখে ক্ষতিগ্রস্থদের এবং তাঁদের ক্ষতির পরিমাণ নথিভুক্ত করতে। মুখ্যমন্ত্রীর কথামত উর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলে, তাঁদের ক্ষতির পরিমাণ তালিকাভুক্ত করে। এখনও অবধি প্রায় ১১ কৃষককে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তবে বাকিদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে। এই ঘটনার জেরে যমুনাপর এসপি চক্রেশ মিশ্র ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ কৃষক এবং সবজি বিক্রেতাদের কাছে ক্ষমা প্রার্থী হয়েছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর