দলিত বলে কাজ করতে দেওয়া হচ্ছে না! অভিযোগ তুলে ইস্তফা যোগীর মন্ত্রীর! বিক্ষুব্ধ আরও এক

বাংলাহান্ট ডেস্ক : মাত্র কয়েক মাস আগেই বিপুল জন সমর্থন নিয়ে ক্ষমতা দখল করেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। যোগী সরকার ২.০ (Yogi Government 2.0) তে একের পর এক সাহসী সিদ্ধান্ত ইতিমধ্যেই চমকে দিয়েছেন সকলকে। কিন্তু বেশ বিপাকে উত্তরপ্রদেশ সরকার (UP Government)। ‘একজন দলিত হওয়ার দূরে সরিয়ে রাখার’ অভিযোগে বুধবার যোগীর মন্ত্রীসভা থেকে ইস্তফা দিলেন এক মন্ত্রী। দিল্লিতে গিয়ে ক্ষোভ উগরে দিলেন আরেক মন্ত্রী। জানা যাচ্ছে এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Home Minister Amit Shah) কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ খটিক (Dinesh Khatik)।

অন্য আরেকজন মন্ত্রী জিতিন প্রসাদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি একরাশ বিরক্তি প্রকাশ করেছেন। দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় বসে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি সরকারে বিরুদ্ধে।

উত্তরপ্রদেশের জলসম্পদমন্ত্রী খটিক তাঁর ইস্তফাপত্রে লেখেন, গত একশো দিনে তাঁকে কোনও কাজই দেওয়া হয়নি। তাঁকে তাঁর বিভাগের আধিকারিকরা কোনো গুরুত্বই দিচ্ছেন না। তিনি পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন।

তিনি লেখেন, ‘আমাকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি কারণ আমি একজন দলিত। একজন মন্ত্রী হিসেবে আমার কোনো দায়িত্বই নেই। আমার লক্ষ্য দলিত সম্প্রদায়ের জন্য কাজ করা। সেখানে শুধুমাত্র সময়ের অপচয় ছাড়া আর কিছুই হচ্ছে না। আমাকে কোনোও বৈঠকে ডাকা হয়না। আমার বিভাগ সম্পর্কেও কিছু বলা হয়না। এটা দলিত সম্প্রদায়ের প্রতি ঘোরতর অপমান’।

অপরদিকে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন উত্তরপ্রদেশের আরেক মন্ত্রী জিতিন প্রসাদ। তাঁর অভিযোগ, তাঁর বিভাগের সকল আধিকারিকদের বরখাস্ত করেছেন মুখ্যমন্ত্রী। তাই এ দিন দিল্লিতে পৌঁছে অমিত শাহ এবং জেপি নড্ডার সঙ্গে দেখা করার চেষ্টা করছেন তিনি। প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগেই কংগ্রেস থেকে বিজেপি-তে নাম লেখান জিতিন।

বিজেপি-তে গিয়েই পূর্ত দফতরের দায়িত্ব পেয়ে যান জিতিন। তবে এই বিভাগটি একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর