তিন তালাকের পর বোরখা থেকে মুসলিম মহিলাদের মুক্তি দিতে সরব হলেন যোগীর মন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ মসজিদের আজান নিয়ে প্রশ্ন তোলার পর এবার মুসলিম মহিলাদের বোরখা (burqa) পড়া নিয়ে প্রশ্ন তুললেন যোগী মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা (anand shukla)। ‘অমানবিক আচরণ ও দুষ্কর্ম’ হলে আখ্যা দিয়ে তিনি বলেন তিন তালাকের মত করেই এবার মুসলিম মহিলাদের বোরখা পড়া নিষিদ্ধ করতে হবে।

বোরখার ব্যবহারকে তিনি কুপ্রথা বলে ব্যাখ্যা করে বলেন, অনেক উন্নত চিন্তা ধারার মানুষেরা এই বোরখার ব্যবহারে সম্মতি দেয় না এবং তাঁরা ব্যবহারও করেন না। তাই এবার সময় হয়েছে দেশ থেকে এই বোরখা প্রথা তুলে দিতে হবে। ঠিক যেভাবে তিন তালাকের বিরুদ্ধে আইন পাশ করিয়ে মুসলিম মহিলাদের মুক্তির পথ দেখানো হয়েছে, এই কাজও সেভাবে করতে হবে।

anandshukla 1571926407

পূর্বে যোগী সরকারের এই মন্ত্রী মসজিদে উচ্চস্বরে আজানের আওয়াজের বিরোধিতা করে বালিয়া জেলার জেলা ম্যাজিস্ট্রেটকে একটি দুই পাতার চিঠি লিখেছিলেন। তাঁর দাবী ছিল, এই উচ্চস্বরে আজানের আওয়াজে আশেপাশে মানুষের, স্কুল কলেজের শিক্ষার্থীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

তিনি জানিয়েছিলেন, তাঁর বাড়ির পাশে থাকা একটি মসজিদের থেকে ভেসে আসা উচ্চস্বরের আওয়াজে আশেপাশের মানুষজনের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে। কিভাবে তাদের প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হয়ে হয়েছে। আদালতের মির্দেশ মেনে মসজিদ থেকে উচ্চ আওয়াজ বন্ধ করেত হবে।

nika

যোগী সরকারের এই মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা এবারে মুসলিম মহিলাদের মুক্তির জন্য বোরখা নিষিদ্ধ করার লড়াইয়ে নেমছে। তাঁর কথায়, যেভাবে আইন পাশ করিয়ে দেশ থেকে তিন তালাক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ঠিক সেভাবেই এবার বোরখার ব্যবহার নিষিদ্ধ করে মুসলিম মহিলাদের মুক্তির পথ সুগম করে দিতে হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর