‘যোগীকে চপ্পল দিয়ে পেটানো উচিৎ’- কেন এমন মন্তব্য করেছিলেন উদ্ধব ঠাকরে, ব্যাখ্যা দিলেন সঞ্জয় রাউত

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (uddhav thackeray) কটাক্ষ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেফতারের ঘটনায় মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই বিষয়ে বর্তমানে বিজেপি এবং শিবসেনা মুখোমুখি হয়েছে। এই সময়কে মহারাষ্ট্র সরকারকে আক্রমণ করতে, পুরনো প্রসঙ্গ তুলে ধরছে বিজেপি। যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (yogi adityanath) আপত্তিজনক কথা বলেছিলেন উদ্ধব ঠাকরে।

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছিলেন, ‘একজন যোগী কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন? ওনার উচিৎ গুহায় গিয়ে ধ্যান করা। শিবাজী মহারাজকে অপমান করেছেন যোগী। ওনার কাছে যাওয়ার যোগ্য নয় যোগী। তবে যোগী যদি মহারাষ্ট্রে আসেন, তাহলে ওনাকে ওনার চপ্পল দিয়ে পেটানো উচিৎ’।

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের করা এমন মন্তব্যের জন্য বর্তমান সময়ে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের মতো, তাঁরও গ্রেফতারির দাবি উঠেছে। তবে এই বিষয়ে সঞ্জয় রাউত (sanjay raut) জানিয়েছেন, ‘মহারাষ্ট্রে শিবাজী মহারাজের গলায় মালা পড়ানোর সময় কেউ পায়ে জুতো পরেন না। এটা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি। আর ছত্রপতি শিবাজীকে অপমান করার জন্যই, যোগীর প্রসঙ্গে এমন মন্তব্য করেছিলেন উদ্ধব ঠাকরে’।

বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে কটাক্ষ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেফতারের পর যখন মুখ্যমন্ত্রী যোগীকে অপমান করার জন্য উদ্ধব ঠাকরেকে গ্রেফতারের দাবী উঠেছে, সেই সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পক্ষে দাঁড়িয়ে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় রাউত। বিশ্লেষণ করলেন, সেদিন ঠিক কি কারণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আপত্তিজনক কথা বলেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর