এবার এক বছরের ডিপ্লোমা কোর্স করে আপনিও হতে পারেন ফুটবল ম্যানেজার। সুযোগ দিচ্ছে AIFF

ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য দারুন সুযোগ। এবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মাস্টার্স অফ ফুটবল ম্যানেজমেন্ট কোর্স চালু করতে চলেছে। ভারতবর্ষের প্রথম ক্রীড়া সংস্থা হিসাবে এই ডিপ্লোমা কোর্সটি চালু করতে চলেছে এআইএফএফ। এই কোর্সে মূলত পড়ানো হবে ফুটবল ম্যানেজার হতে গেলে যে সমস্ত নিয়ম কানুন গুলি জানতে হয় সেগুলি সম্পর্কে। এই কোর্সে যে সমস্ত ফুটবল টপিক গুলি থাকবে সেগুলি হল কম্পিটিশন রেগুলেশন, অ্যান্টি রেসিজম, প্লেয়ার স্ট্যাটাস, ফিনান্স বাজেট কন্ট্রোল, অ্যান্টি ডোপিং রেগুলেশন ইত্যাদি নানান ফুটবল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় বস্তু।

   

যে সমস্ত ব্যক্তিরা এই কোর্স করবেন তারা সুযোগ পাবেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং রাজ্য ফুটবল সংস্থাগুলির সাথে যুক্ত হয়ে ভারতবর্ষের ফুটবলের উন্নতি করার। এই কোর্স করতে আসা ভবিষ্যতের ভারতীয় ফুটবলের ম্যানেজাররা প্র্যাকটিক্যাল এবং থিওরি দুই রকম ভাবেই ফুটবলের উন্নতি সম্বন্ধে ধারণা অর্জন করতে পারবেন।

ইতিমধ্যেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তরফে প্রত্যেকটি রাজ্যের ফুটবল সংস্থাগুলির পক্ষ থেকে সার্কুলার জারি করে দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান প্রফুল্ল প্যাটেল জানিয়েছেন এর মাধ্যমে ভারত পাবে বিশ্ব মানের ফুটবল ম্যানেজার। এছাড়াও ভারতীয় ফুটবলের উন্নতি এখন তাদের কাছে মূল লক্ষ্য সেই জন্যই দেশজুড়ে এই নতুন কোর্স চালু করতে চাইছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর