টাইমলাইনপশ্চিমবঙ্গ

বিমানবন্দরের মত কলকাতা মেট্রোতেও করতে হবে বুকিং!

বাংলাহান্ট ডেস্কঃ শুধুমাত্র স্মার্ট কার্ড পাঞ্চ করেই নয় এবার থেকে মেট্রো রেলে (kolkata metro rail) যাত্রা করার আগেই করতে হবে বুকিং, সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে এমন সিদ্ধান্তও নিতে পারে ভারতীয় রেল (indian Railway) এবং পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে, লিংক বা অ্যাপের মাধ্যমেই বুক করতে হবে মেট্রো।

crockex

তবে চাইলেই বুক করা যাবে না মেট্রো, ঐ সময়ে কত সংখ্যক যাত্রী বুক করেছে তার ওপর নির্ভর করবে মেট্রোর বুকিং পাওয়া। নির্দিষ্ট সংখ্যা পেরিয়ে গেলে আর মিলবে না বুকিং। সেক্ষেত্রে অন্য সময়ে বুক করতে হবে মেট্রো। গেটে বুকিং পাস দেখিয়ে তবেই প্রবেশ করা যাবে স্টেশনে।

জানা যাচ্ছে, এবার মেট্রোরেলে চড়তে গেলে মানতেই হবে নতুন নিয়ম। আসুন জেনে নি সম্ভাব্য নতুন নিয়মগুলি

টোকেন নয় স্মার্ট কার্ড :
জানা যাচ্ছে, নিউ নর্মালে মেট্রোতে টোকেন ব্যাবহার সম্পূর্ণ বন্ধ হবে। কারন হাতে থাকে টোকেন থেকে ছড়িয়ে পড়তে পারে করোনা সংক্রমণ। এক্ষেত্রে বাধ্যতা মূলক ভাবে ব্যাবহার করতে হবে স্মার্ট কার্ড। যাদের স্মার্ট কার্ড নেই তাদের মেট্রো রেলের কাউন্টার থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে।

মাস্ক বাধ্যতামূলক :
করোনা পরিস্থিতিতে সব স্থানেই মাস্ক পরিধান বাধ্যতামূলক হয়েছে। সেই নিয়ম কঠোর ভাবে মানা হবে মেট্রোতেও। মাস্ক না থাকলে স্টেশন চত্বরেও প্রবেশ নিষিদ্ধ হতে পারে।

সামাজিক দূরত্ব বিধি :
সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে মেট্রো স্টেশনে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করা হতে পারে। পাশাপাশি মেট্রোও অনেকক্ষণ দাঁড়াবে প্রতিটি স্টেশনেই। অযথা মেট্রোয় উঠতে হুরোহুরি ঠেকাতেই এই বন্দোবস্ত হতে পারে।

হ্যান্ড স্যানিটাইজার :
প্রতিটি যাত্রীর জন্য মেট্রোর তরফে থাকছে হ্যান্ড স্যানিটাইজার। যাতে স্টেশনে ঢুকেই আপনি আপনার হাত জীবানুমুক্ত করে নিতে পারেন। প্রতিটি প্ল্যাটফর্ম এ ৩ টি করে স্যানিটাইজার থাকতে পারে বলে জানা যাচ্ছে।

 

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker