‘বাংলা থেকে শিক্ষা নিন” ইডির তলবের পর অমিত শাহকে আক্রমণ করে ট্যুইট অভিষেকের

বাংলাহান্ট ডেস্ক : কয়লা-কাণ্ডে (Coal Smuggling Case) ইতিমধ্যেই ইডির (ED) নোটিস পেয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা। আর এর কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minsiter) অমিত শাহকে (Amit Shah) আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লেখেন, ‘ইডির সঙ্গে পুতুল খেলার বদলে বাংলার শাসনব্যবস্থা থেকে শিক্ষা নিন।’

কয়লা-কাণ্ড,Coal Smuggling Case,ইডি,ED,অভিষেক বন্দ্যোপাধ্যায়,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী,Home Minsiter,অমিত শাহ,Amit Shah,Bangla,Bengali News,Abhishek Banerjee

প্রসঙ্গত, ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’(এনসিআরবি)-র একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। যেখানে টানা দু’বছর ধরে কলকাতাকে ‘নিরাপদ শহর’ বলে উল্লেখ করা হয়েছে। এনসিআরবি-র সেই পরিসংখ্যান তুলে ধরে মঙ্গলবার শাহকে তোপ দাগলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

অভিষেক টুইটে লেখেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে দু’টি কাজ রয়েছে। বাড়িতে ছেলেকে জাতীয়তাবাদ শেখানো এবং তাঁর মন্ত্রকের অধীনে পুলিশকে ঢেলে সাজানো। দিল্লিতে অপরাধের হার আমাদের সকলকে চমকে দিয়েছে। ইডির সঙ্গে পুতুল খেলার বদলে বাংলার শাসনব্যবস্থা থেকে ওঁর শিক্ষা নেওয়া উচিত।’ কয়লা পাচার-কাণ্ডে আগামী শুক্রবার অভিষেককে আবারও ডেকে পাঠিয়েছে ইডি। এই অবস্থায় এনসিআরবির দেওয়া তথ্য সামনে এনে ইডির প্রসঙ্গ তুলে শাহকে আক্রমণ করলেন অভিষেক।

সোমবার ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের সভা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিষেককে হয়তো আবারও নোটিস পাঠাবে ওরা।’ অভিষেকও বলেছিলেন, ‘কিছু একটা ঘটবেই।’ সেই আশঙ্কা সত্যি করে পরের দিনই অভিষেককে ইডি ডেকে পাঠাল।

রবিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান টানটান উত্তেজনার ম্যাচের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় অমিত শাহের ছেলে তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের পাশে দাঁড়ানো এক ব্যক্তি তাঁর দিকে জাতীয় পতাকা বাড়িয়ে দেন। কিন্তু পতাকাটি হাতে নেবেন না, এটা বোঝাতে মাথা নাড়িয়ে তা প্রত্যাখ্যান করেন। ওই ভাইরাল ভিডিয়োকে হাতিয়ার করেই আক্রমণ শানালেন অভিষেক। প্রথমে টুইট করে অমিত শাহের বিরুদ্ধে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

কয়লা-কাণ্ড,Coal Smuggling Case,ইডি,ED,অভিষেক বন্দ্যোপাধ্যায়,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী,Home Minsiter,অমিত শাহ,Amit Shah,Bangla,Bengali News,Abhishek Banerjee

এর পর মেয়ো রোডের সভা থেকে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, এশিয়া কাপে ভারত জেতার পরে অমিত শাহ, যিনি সারা ভারতবর্ষকে দেশপ্রেম শেখান, ‘ঘর ঘর তিরঙ্গা’র কথা বলেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র বলছেন, ভারতের পতাকা আমি হাতেই ধরব না! আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আপনি নিজেকে ভাবেন কী? দেশপ্রেম এবং জাতীয়তাবাদের রক্ষাকর্তা? ধারক ও বাহক? আপনার হৃদয়, বিবেক, মস্তিষ্কে যদি ভারতের প্রতি ন্যূনতম সম্মান থাকে, তা হলে আপনি হয় আপনার পুত্রকে ত্যাজ্যপুত্র করবেন, নইলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন।’’ নজির বিহীন এই আক্রমণের জবাব যদিও বিজেপির তরফ থেকে এখনও আসেনি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর