বগি থেকে তাঁকে নামিয়ে দিতেই থমকে যায় ট্রেন! বাবা নিম করোলির এই অলৌকিক ঘটনা জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) সাধু-সন্তদের ভগবানের চোখে দেখা হয়। পাশাপাশি তাঁদের বিভিন্ন সব অলৌকিক কর্মকান্ডের প্রসঙ্গও ছড়িয়ে পড়ে সর্বত্র। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই একজনের প্রসঙ্গ আপনাদের কাছে উপস্থাপিত করব। যিনি পরিচিত বাবা নিম করোলি (Baba Neem Karoli) হিসেবে। বাবা নিম করোলির ভক্ত সমগ্ৰ বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছেন। যে তালিকায় রয়েছে বড় বড় সব নামও।

   

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বাবা নিম করোলির আসল নাম ছিল লক্ষ্মণ নারায়ণ শর্মা। কিন্তু এক অলৌকিক ঘটনার পর তিনি বাবা নিম করোলি হিসেবেই সর্বত্র পরিচিত হয়ে ওঠেন। এমতাবস্থায় প্রশ্ন উঠতে পারে যে কি ছিল সেই অলৌকিক ঘটনা? এই প্রসঙ্গে সেটি তুলে ধরা হল।

মূলত, নিম করোলি বাবার ট্রেনের কাহিনিটি অত্যন্ত জনপ্রিয়। লেখক রাম দাসের “মিরাকল অফ লাভ” বইতেও এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। রাম দাস তাঁর বইতে লিখেছেন, একদিন বাবা লক্ষ্মণ নারায়ণ শর্মা বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন। যার ফলে টিটি উত্তর প্রদেশের ফারুখাবাদ জেলার নিম করোলি গ্রামে ট্রেন থামিয়ে তাঁকে ট্রেন থেকে নেমে যেতে বলেন। বাবাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু, তারপর সেখান থেকে ট্রেনটি নড়তেই পারেনি।

এমনকি, অনেক চেষ্টা করেও ট্রেনটিকে চালানো সম্ভব হয়নি। এরপর রেলের আধিকারিকরা পুরো বিষয়টি খতিয়ে দেখেন। এদিকে, টিটিও পুরো ঘটনাটি জানান। এরপরে বাবাকে খুঁজে এনে আধিকারিকরা তাঁকে ট্রেনে বসতে অনুরোধ করেন। মূলত, আধিকারিকরা বাবাকে অনেকক্ষণ বোঝানোর পর তিনি রাজি হন এবং হাসতে হাসতে ট্রেনে বসেন।

এমতাবস্থায়, বাবা বগিতে ওঠার সাথে সাথেই ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। কিন্তু পাইলট ততক্ষণ ট্রেনটি সরাতে পারেননি যতক্ষণ না বাবা আশীর্বাদ করছেন। বাবার আশীর্বাদের পরেই ট্রেনটি ফের চলতে শুরু করে। এরপর বাবার শর্ত অনুযায়ী ফারুখাবাদের নিম করোলি গ্রামে রেল স্টেশন তৈরি করা হয়। বাবা কিছুকাল ওই গ্রামে অবস্থান করেন এবং সেখান থেকেই তিনি নিম করোলি বাবা নামে পরিচিত হন।

বাবা নিম করোলির আশ্রম কোথায়: বাবা নিম করোলিকে তাঁর অনুগামীরা “মহারাজ জি” বলে সম্বোধন করেন। পাশাপাশি, ভক্তরা তাঁকে হনুমানজির অবতার বলেও মনে করেন। ১৯৬০ এবং ৭০-এর দশকে ভারতে আসা অনেক আমেরিকান নাগরিক বাবা নিম করোলিকে তাঁদের আধ্যাত্মিক গুরু হিসেবে বিবেচনা করছিলেন। বাবা নিম করোলির আশ্রমগুলি নৈনিতালের কাইঞ্চিধাম, বৃন্দাবনের খিমাসেপুরের কাছে নিম করোলি গ্রামে, ঋষিকেশ, সিমলা ও ফারুখাবাদে রয়েছে। এছাড়াও ভূমি আধার, হনুমানগড়ী এবং দিল্লি-মুম্বইতেও আশ্রম রয়েছে।

neem karoli baba

ভক্তদের তালিকায় রয়েছে বড় নাম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ, অ্যাপলের সিইও স্টিভ জবস থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্রিকেটার বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও বাবা নিম করোলির ভক্ত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর