বাংলা হান্ট ডেস্ক: মাও জে দংয়ের (Mao Zedong) নেতৃত্বে ভারতের (India) প্রতিবেশী দেশ চিনে (China) বিপ্লব সম্পন্ন হয় ১৯৪৯ সালে। এরপর কেটে গিয়েছে সাড়ে সাত দশকেরও বেশি সময়। চিন সাম্যবাদী দেশ কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। মাও জে দং সাম্যবাদের যে স্বপ্ন দেখেছিলেন চিন আজ তা থেকে বহুদূরে। এদিকে, ভারতের প্রতিবেশী চিনে দীর্ঘশ্বাস ফেলছেন যুব সম্প্রদায়। কারণটা হল অসহনীয় বেকারত্ব। চিনের বাসিন্দা অসংখ্য তরুণ-তরুণীর হাতে চাকরি নেই।
মাসের পর মাস ধরে চিনে বেকারত্বের হার বেড়ে চলেছে। নতুন বছর শুরু হওয়ার পরে আড়াই মাস অতিক্রান্ত। এই বছরেও পরিস্থিতি হতাশাজনক। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিক্স জানিয়েছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চিনে বেকারত্বের হার ১৫.৩ শতাংশে এসে দাঁড়িয়েছে। চিনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিক্স সূত্রের খবর, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২৫ বছর থেকে ২৯ বছরের মধ্যে বেকারত্বের হার ছিল ৬.৪ শতাংশ। ৩০ বছর থেকে ৫৯ বছর বয়স্ক নাগরিকের মধ্যে বেকারত্বের হার ৪.২ শতাংশ।
ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অ্যাকাডেমি অব চায়না ইকোনমি স্টাডিজের তরফে দাবি করা হয়েছে, ২০২৩ সালের থেকে ২০২৪ সালে বেকারত্বের হার কমেছে। বর্তমানে চিনে বেকারত্বের হার গত বছরের তুলনায় ২০ শতাংশের বেশি কমেছে। অ্যাকাডেমি অব চায়না ইকোনমি স্টাডিজের তরফে এও দাবি করা হয়েছে, চলতি বছরে চিনে বেকারত্বের হার কমবে এবং বিভিন্ন সংস্থায় নিয়োগ বাড়বে। তবে, ২০২৪ সালে এই দাবি সত্য হবে কিনা এখন সেটাও দেখার বিষয়।
তবে, চিনের শহর এবং গ্রামাঞ্চলে বর্তমানে বেকার যুবক-যুবতীরা কাজ না পেয়ে হতাশ। যদিও চিন সরকারের দাবি, উত্তর-পশ্চিম চিনের জিনজিয়াংয়ে উইঘুর অটোনমাস রিজিওনে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য মেলার আয়োজন করা হয়েছিল সম্প্রতি। যেখানে চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয় ১৮ হাজার স্নাতককে। সূত্রের খবর, ২০২৪ সালে চিনের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে চলেছেন ১ কোটি ১০ লক্ষেরও বেশি স্নাতক।
চিনে কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকার জানিয়েছে, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্যে চিন সরকার বেসরকারিকরণের দিকে ঝুঁকছে। এই বিষয়ে বেজিংয়ে ১৪ তম ন্যাশনাল পিপল’স কংগ্রেসে চিনের সামাজিক নিরাপত্তা দফতরের মন্ত্রী ওয়াং জিয়াওপিং দাবি করেছেন, “বেসরকারিকরণ হলে ব্যাপক হারে কর্মসংস্থান হবে। কাজের বাজারে চলতি বছরে স্থিতাবস্থা ফিরে আসবে বলে মনে করি।”
আরও পড়ুন: চুপিচুপি ভারত ছাড়ার পরিকল্পনা? আচমকাই বন্ধ হল জনপ্রিয় সেগমেন্ট, OnePlus-কে নিয়ে শুরু জল্পনা
চিন সরকারের তরফে জানানো হয়েছে, যেসমস্ত ক্ষেত্রগুলিতে ২০২৪ সালে কর্মসংস্থান বাড়বে তার মধ্যে রয়েছে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্র থেকে আরম্ভ করে ক্যাটারিং, পর্যটনের মতো ক্ষেত্রগুলি। চিন সরকারের এটাও দাবি রয়েছে যে, ২০২৩ সালে চিনের শহরাঞ্চলের বাসিন্দা ১ কোটি ২০ লক্ষেরও বেশি যুবক-যুবতীর কর্মসংস্থান হয়েছে। চিন সরকারের তরফে সাংবাদিক সম্মেলন করে আরও জানানো হয়েছে, যেসমস্ত কর্মী বিভিন্ন সংস্থায় কাজ করছেন তাঁদের জন্য সামাজিক নিরাপত্তা প্রকল্প থেকে আরম্ভ করে বিশেষ ঋণের ব্যবস্থাও করা হচ্ছে।