শারীরিক ভাবে অক্ষম, তবুও মনের জোরে গণতন্ত্রের উৎসবে শামিল তরুণ! ভাইরাল হল ছবি

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা সহ পাঁচ রাজ্যে চলছে ভোট উৎসব। চারিদিকে ভোট নিয়ে চরম উদ্দীপনা। রাজনৈতিক দল গুলো যেমন ভোটারদের মন জয় করার জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। তেমনই ভোটাররাও নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য সকাল সকাল নির্বাচনী কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন।

   

নির্বাচন কমিশন, প্রসাশন, কেন্দ্রীয় বাহিনি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং প্রতিটি রাজনৈতিক দলই ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেক দফাতেই সকাল সকাল টুইট করে পাঁচ রাজ্যের বাসিন্দাদের ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন।

আর এই ভোট উৎসবের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হচ্ছে, যেখানে এক তরুণ ভোটারকে ভোট কেন্দ্রে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেখা জাচ্ছে। ছবিটি ভাইরাল হওয়ার প্রধান কারণ হল ওই তরুণ ভোটারের শারীরিক অক্ষমতা।

ছবিতে যেই তরুণ ভোটারকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা যাচ্ছে, তাঁর দুই হাত নেই। আর ভোট দেওয়ার আগে ভোটের কালি সে নিজের পায়ের আঙুলে লাগাচ্ছে।

কমিশনের তরফ থেকে বৃদ্ধ, চলাফেরা করতে অক্ষম এবং পঙ্গুদের ভোটদানের জন্য বিশেষ ব্যবস্থা করার নির্দেশিকা জারি করা হয়েছিল। কমিশনের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীদের বৃদ্ধ ভোটারদের যথাসম্ভব ব্যবস্থা করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার চিত্র এর আগেও আমরা দেখিয়েছি। এমনকি যারা একেবারেই চলাফেরা করতে অক্ষম, তাঁদের বাড়িতে গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোট দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে কমিশনের তরফ থেকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটি বিজেপির নেতা বিএল সন্তোষ নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। তিনি পশ্চিমবঙ্গের তৃতীয় দফার দিন ৬ এপ্রিল এই ছবিটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। তবে ছবিটি পশ্চিমবঙ্গের না।

বিএল সন্তোষ ছবিটি শেয়ার করার সময় ক্যাপশনে লিখেছেন, ‘গণতন্ত্রের উৎসব। আলাথুর কেরল।” ওনার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। এবং ওই তরুণের প্রশংসাও হচ্ছে চারিদিকে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর