অমিত শাহের ভাইপো সেজে বিজেপি বিধায়কদের সঙ্গে জালিয়াতি! গ্রেফতার যুবক

বাংলা হান্ট ডেস্ক: অমিত শাহের [Amit Shah] ভাইপো সেজে আগ্রার [Agra] এক বিধায়ককে প্রতারিত করার অভিযোগে গ্রেফতার করা হল যশ আমীন [Yash Ameen] নামে এক যুবককে। সোমবার তাকে আদালতে তোলা হলে, ওই যুবককে জেল হেফাজতে পাঠান বিচারক। পুলিশ জানিয়েছে, ওই যুবক আদতে বি.টেক পাশ। এর আগেও একবার প্রতারণার অভিযোগে জেল খেটেছে সে। জেল থেকে ছাড়া পেয়ে ফের একই কাজ শুরু করে সে। ওই প্রতারকের নিশানায় মূলত বিজেপি নেতারাই ছিল।

   

পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে বিধায়ক যোগেন্দ্র উপাধ্যায়ের [Yogendra Upadhay] সঙ্গে অমিত শাহের ভাইপো বিরাজ শাহ সেজে আলাপ জমায় যশ। এরপর রবিবার বেশ কিছু বস্ত্র কিনে এনে বিধায়কের কাছে ৪০ হাজার টাকা দাবি করে সে। আর এতেই সন্দেহ হয় বিধায়কের ছেলের। সে ইন্টারনেট ঘেঁটে জানতে পারে যশের আসল পরিচয়। এছাড়া অমিত শাহের দফতরেও ফোন করে কথা বলেন বিধায়ক। আর তারপরেই পুলিশে খবর দেন বিধায়ক।

এই প্রসঙ্গে স্থানীয় এসপি জানান, ওই যুবক গুজরাতের আহমেদাবাদের বাসিন্দা। এর আগেও একই ভাবে বিজেপি নেতাদের সঙ্গে প্রতারণা করেছে সে। তার কাছ থেকে একটি মোবাইল, পাসপোর্টের জেরক্স উদ্ধার হয়েছে। যুবকের সম্পর্কে আরও জানতে আহমেদাবাদ পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে। বিধায়কের বাড়ি থেকে গ্রেফতারের পরেও কিন্তু যশ নিজেকে অমিত শাহের ভাইপো হিসেবেই পুলিশকে পরিচয় দিতে থাকে। বেশ ধমকও দেয় পুলিশকে। ফলে প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদ করতেও সংকচে পরে পুলিশ। পরে যোগেন্দ্র উপাধ্যায় পুলিশকে পুরো ঘটনা বললে, যশকে জিজ্ঞাসাবাদ করা শুরু করা হয়।

সম্পর্কিত খবর