NDA শিবিরে নাম লেখাচ্ছে অন্ধ্রপ্রদেশের শাসক দল, মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির দিল্লী সফর ঘিরে জোর জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ ওয়াইএসআর কংগ্রেসের (YSR Congress) বরিষ্ঠ নেতা তথা অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) বিধানসভায় দলের চিফ হুইপ জি শ্রীকান্ত রেড্ডি বলেন, ওনার দল কেন্দ্রে NDA এর সাথে যুক্ত হওয়ার জন্য কথাবার্তা বলার জন্য প্রস্তুত। কিন্তু শর্ত একটাই, সেটা হল অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের তকমা দিতে হবে। এর সাথে সাথে অন্ধ্রপ্রদেশের পুনর্গঠন আইন অনুযায়ী সমস্ত প্রতিশ্রুতি পালন করতে হবে।

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি (Y.S. Jagan Mohan Reddy) সোমবার নয়া দিল্লী পৌঁছেছেন। জগন মোহন রেড্ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করবেন। দুজনের এই সাক্ষাতের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা বেড়ে গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিজেপির নেতৃত্বাধীন NDA-র হাত শক্ত করতে নরেন্দ্র মোদী জগন মোহন রেড্ডির শর্ত মেনে নিতে পারেন।

   

শ্রীকান্ত রেড্ডি বলেন, ওনার দল NDA তে যুক্ত হওয়ার জন্য সবরকম আলোচনায় বসতে রাজি। কিন্তু NDA তে যোগ দেওয়ার আগে অন্ধপ্রদেশ পুনর্গঠন আইন অনুযায়ী করা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করতে হবে। আর সবথেকে বড় দাবি হল, অন্ধ্র প্রদেশকে বিশেষ রাজ্যের তকমা দিতে হবে।

উনি বলেন, NDA থেকে কোনও আমন্ত্রণ আসেনি, আর আমাদের দল থেকেও এরকম কোনও প্রস্তাব নেই। উনি বলেন, নরেন্দ্র মোদীর সাথে মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির সাক্ষাতে শুধুমাত্র উন্নয়ন নিয়েই চর্চা হবে। এই সাক্ষাতের সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

জানিয়ে দিই, কৃষি বিলের বিরোধিতা করে কিছুদিন আগে NDA জোটের সবথেকে পুরনো সাথি শিরোমণি আকালি দল বিজেপির সঙ্গ ত্যাগ করেছে। আকালি দলের এই সিদ্ধান্ত বিজেপি এবং এনডিএ জোটের জন্য অশুভ সঙ্কেত বলেই ধরা নেওয়া হচ্ছে। তবে এবার YSR Congress এর NDA  এর হাত ধরা ইঙ্গিত সেই ক্ষতে প্রলেপ হিসেবেই কাজ করবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর