রাহুল তেহটিয়ার এক ওভারে পাঁচটি ছক্কা, অল্পের জন্য রক্ষা পেল যুবির রেকর্ড, টুইট করে খোঁচা দিলেন যুবি

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের (IPL) নবম ম্যাচে মুখোমুখি হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব (Kings xi Panjab) এবং রাজস্থান রয়েলস (Rajasthan Royels)। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে দুর্দান্ত ইনিংস খেলেন কিংস ইলেভেন পাঞ্জাবের মায়াঙ্ক আগারওয়াল এবং কে এল রাহুল। এই দু’জনের ব্যাটে ভর করে 223 রানের পাহাড় সমান রান খাড়া করে কিংস ইলেভেন পাঞ্জাব।

   

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে গেলেও শেষের দিকে সঞ্জু স্যামসন এবং রাহুল তেহটিয়ার মারকাটারি ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়েলস। এইদিন রাজস্থানের ইনিংসের 18 তম ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবের বোলার শেল্ডন কোর্টালের এক ওভারে পরপর পাঁচটি ছক্কা মারেন রাজস্থানের রাহুল তেহটিয়া। আর একটি ছক্কা মারতে পারলেই তিনি ছুঁয়ে ফেলতেন যুবরাজ সিংয়ের এক ওভারে ছয়’টি ছক্কা মারার রেকর্ড।

এইদিন এক ওভারে পরপর পাঁচটি ছক্কা মারার ফলে একটুর জন্য রাহুল তেহটিয়া মিস করেন যুবরাজ সিংয়ের এক ওভারে ছ’টি ছক্কা মারার রেকর্ড। আর তারপরই রাহুল তেহটিয়ার সেই ইনিংসকে কেন্দ্র করে যুবরাজ সিং টুইট করেন। টুইট করে যুবি লিখেন, “মিষ্টার রাহুল তেহটিয়া না ভাই না, একটা বল মিস করার জন্য ধন্যবাদ! দারুন খেলা, এমন দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন রাজস্থানে রয়েলস।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর