অন্য ধর্মে বোনের সম্পর্ক মেনে নিতে পারেনি ভাই! বন্ধু বিকাশকে ৮০ টুকরো করে জঙ্গলে ফেলে আসে ইউনুস

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লির শ্রদ্ধা থেকে শুরু করে আজমগড়ের আরাধনা, চারিদিকে যেন রক্তের বন্যা। আর এবার ভালোবাসা নির্মম পরিণতির সাক্ষী রইল মধ্যপ্রদেশের বিকাশ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রদেশের ( Madhya Pradesh ) রেওয়া জেলার দুধমাটিয়া জঙ্গলে থেকে বিকাশ গিরি (Vikas Giri) নামক এক ব্যবসায়ীর দেহ টুকরো টুকরো অবস্থায় উদ্ধার করেছিল স্থানীয় পুলিশ। বিকাশের দেহ ৮০ টুকরো করে জঙ্গলে ফেলে আসার অভিযোগ উঠেছিল বিকাশের ব্যবসায়িক বন্ধু ইউনুস আনসারীর (Yunus Ansari) বিরুদ্ধে । অবশেষে এই ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ।

পুলিশ দ্বারা গত ১৪ নভেম্বর গ্রেফতার করা হয়েছিল  ইউনুস আনসারী এবং তার বাবা আব্দুল মজিদকে। প্রথমে অভিযুক্ত ইউনুস পুলিশকে জানায় বিকাশের বিরুদ্ধে একজন মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল। তার জেরেই নাকি তাঁকে খুন হতে হয়েছে। পরে  নিজেদের অপরাধ স্বীকার করেছে এই দুই অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ইউনুস ও বিকাশ যৌথ ভাবে বন বিভাগে বিভিন্ন কাজের চুক্তি নিতেন। নিহত বিকাশের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল অভিযুক্ত ইউনুসের বোনের। এই ঘটনা জানাজানি হতেই বিকাশকে ব্যাবসায়িক কাজের অজুহাতে ডেকে পাঠান ইউনুস এবং তাঁর বাবা। সেখানেই বিকাশকে ছুরির আঘাত করে নৃশংসভাবে হত্যা করেন বাবা ও ছেলে । তারপর প্রমান লোপাট করতে পর সেই দেহ ৮০ টুকরো করে ছড়িয়ে দেওয়া হয় দুধমাটিয়া জঙ্গলে।

গত কিছুদিন আগে মৃত বিকাশের বাবা পুলিশের কাছে তার ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন । এরপরই শুরু হয় পুলিশি তদন্ত।চলে তল্লাশি। অবশেষে রহস্যভেদ হল বিকাশ হত্যা কাণ্ডের। সাথেই ভালোবাসার এই নৃশংস পরিণতির সাক্ষী রইল গোটা দুনিয়া।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর