টাইমলাইনখেলা

অবশেষে বধূ নির্যাতন মামলা থেকে রেহাই পেল যুবরাজ সিং।

দীর্ঘদিন ধরে চলা বধূ নির্যাতন মামলা থেকে অবশেষে মুক্তি মিলল ভারতীয় দলের প্রাপ্তন ক্রিকেটার যুবরাজ সিং এবং তার পরিবারের সদস্যদের। আকাঙ্ক্ষা শর্মা যিনি বিগ বস 10 এর একজন প্রতিযোগী, এই আকাঙ্ক্ষা শর্মা আজ থেকে দুবছর আগে যুবরাজ সিংয়ের ভাই জোবাবর সিং, মা শবনম সিং এবং যুবরাজ সিং এর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল আদালতে। আকাঙ্ক্ষা যুবরাজ সিং এবং তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে এনারা দুজন মিলে আকাঙ্ক্ষার ওপর দীর্ঘদিন ধরে মানসিক অত্যাচার করছেন আর সেই ভিত্তিতে আদালতে মামলা করা হয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য এই মুহূর্তে আকাঙ্ক্ষা এবং যুবরাজ সিংয়ের ভাই জোবাবর সিংয়ের বিবাহ বিচ্ছেদে সম্মতি দিয়ে দিয়েছেন আদালত। এবং সেই সাথে আকাঙ্ক্ষা শর্মা যুবরাজ এবং তার পরিবারের উপর থেকে সমস্ত রকমের অভিযোগ তুলে তাদের মুক্তি দিয়েছেন।

এইদিন আকাঙ্ক্ষা বলেন যে ইতিমধ্যেই আমাদের বিবাহ বিচ্ছেদের সম্মতি দিয়ে দিয়েছে আদালত আর তাই তিনি বলেছেন যে আমার জন্য যুবরাজ সিং এবং তার পরিবারের যাতে আর কোন রকম অসুবিধা না হয় তাই আমি তাদের উপর করা মামলা তুলে নিয়েছি। সেই সাথে তিনি যুবরাজ সিং এবং তার মা শবনম সিংয়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

বিগ বস 10 এর  প্রতিযোগী হওয়ার পরেই গোটা দেশজুড়ে কার্যত সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন এই আকাঙ্ক্ষা শর্মা আর তারপরেই নিজেরেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে তিনি আদালতে যুবরাজ সিং এবং তার পরিবারের ওপর মামলা করেছিলেন বধূ নির্যাতনের জন্য।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker