এবার রোহিত শর্মার অধিনায়কত্ব প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন তারকা যুবরাজ সিং

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে এক বছর আগে যখন ভারতের অধিনায়কত্বের দায়িত্ব উঠেছিল রোহিত শর্মার হাতে তখন অনেকেই তাকে নিয়ে আশাবাদী ছিলেন। তার নেতৃত্বে ঘরের মাটিতে বিদেশের মাটিতে একাধিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারতীয় দল। ২০২১ সালে বিরাট কোহলির অধিনায়কত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে বাদ পড়ার পর অনেকেই মনে করেছিলেন যে রোহিত শর্মা, ভারতকে সাফল্য এনে দিতে পারবেন।

কিন্তু তাদের বিশ্বাস প্রথম ধাক্কা খায় যখন এশিয়া কাপের সুপার ফোর পর্যায় থেকে ভারত ছিটকে যায় এবং ফাইনালের যোগ্যতা অর্জন করতেও ব্যর্থ হয়। এরপর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বিরাট কোহলি মাস্টারক্লাসের দৌলতে হারিয়ে যাত্রা শুরু করেছিল রোহিত শর্মার ভারতীয় দল। কিন্তু সেমিফাইনালে যস বাটলারের ইংল্যান্ডের কাছে একপেশে ভাবে হারার পর অধিনায়ক রোহিত শর্মার ওপর পুরোপুরি মোহভঙ্গ হয়েছে অনেক ক্রিকেট প্রেমীর।

কিন্তু সকলে রোহিত শর্মাকে নিয়ে সন্দেহ প্রকাশ করল তার পাশে দাঁড়াচ্ছেন তার প্রাক্তন সতীর্থ যুবরাজ সিং। সম্প্রতি একটি জনপ্রিয় ফেসবুক পেজের তরফ থেকে তাদের ফলোয়ার্সদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল যে অধিনায়ক রোহিত শর্মাকে সকলে ১০-এর মধ্যে কত নম্বর দিতে চান। সেই পোস্টে কমেন্ট করে যুবরাজ সিং অধিনায়ক রোহিতকে ১০-এ ১০ দিয়েছেন।

rohit resting

অনেকেই এখন বলতে পারেন যে রোহিত শর্মা এবং যুবরাজ সিং-এর মধ্যে সম্পর্ক খুবই ভালো এবং তার এই কমেন্ট তাদের সম্পর্কের কারণেই যুবরাজ করেছেন। এর আগেও দুই তারকাকে নিজেদের প্রথম সাক্ষাৎ, পরবর্তীকালে সতীর্থ হয়ে ওঠা নিয়ে অনেক মন ভালো করে দেওয়া গল্প শেয়ার করতে দেখা গেছে ভক্তদের সঙ্গে। কিন্তু যুবরাজ সিং যা বলেছেন সেটা যদি পরিসংখ্যানে দিক দিয়ে দেখা হয় তাহলে হয়তো দেখা যাবে যে তিনি খুব ভুল বলেননি।

পরিসংখ্যান বলছে এখনও অবধি রোহিত শর্মা ভারতীয় দলকে সব ফরম্যাট মিলিয়ে ৭০ টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এরমধ্যে ৫৪ টি ম্যাচে জয় পেয়েছেন রোহিত। বড় ট্রফি বা গুরুত্বপূর্ণ ম্যাচে হারার কথাগুলি যদি সরিয়ে রেখে ভাবা হয় তাহলে পরিসংখ্যানের দিক দিয়ে রোহিতের রেকর্ড একেবারেই ফেলনা নয়। কিন্তু তা সত্ত্বেও হয়তো খুব দ্রুতই টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারাতে চলেছেন হিটম্যান। হার্দিক পান্ডিয়াকেই ভবিষ্যতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখছে বিসিসিআই এমন একটা খবর বহুদিন ধরেই হাওয়ায় উড়ছে। সেই সঙ্গে আসন্ন ওডিআই বিশ্বকাপ রোহিত শর্মার কাছে নিজের ওডিআই অধিনায়কত্ব বাঁচানোর শেষ সুযোগ হবে বলেও মনে করছেন অনেকে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর