ক্যানসার থেকে ক্রিকেট,যুবির শুভেচ্ছা গোটা বিশ্ব

 

বাংলা Hunt ঃ

   

২২গজের বিদায়। যুবরাজ সাক্ষী থাকল গোটা বিশ্ব। গতকাল মুম্বাইয়ের সাংবাদিক সম্মেলন করেন ভারতবর্ষের অন্যতম কিংবদন্তি খেলোয়াড় যুবরাজ সিং। বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন টিম ম্যাচ খেলেছেন। অবসরের খবর গোটা বিশ্বের মানুষ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজকে। যুবী জানিয়েছেন তার জীবনের প্রথম খেলা শুরু হয় সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে এবং সচিন, রাহুল, কমলে, কাইফ, হরভজন সিং একসাথে একাধিক সময় তিনি খেলেছেন এবং ধোনি ও কোয়েলির প্রশংসা করতে ছাড়েননি যুবরাজ। ক্যান্সার থাকা সত্ত্বেও তিনি মানসিকভাবে নিজেকে একাধিকবার প্রতিষ্ঠা করেছেন।

 

ছটা বলে ছটা ছয় যা গোটা বিশ্বের কাছে নজির সৃষ্টি করে রেখেছে। যুবীর হঠাৎ সিদ্ধান্তে কিছুটা হলেও দুঃখিত। গোটা ক্রিকেটমহল কিন্তু যুবীর হঠাৎ অবসর কেন? তা জানা যায়নি।

আগামী দিন ভারতের সবথেকে বড় ক্রিকেট লিগ আইপিএল এ দেখা যাবে কিনা তা এখনো জানা যায়নি কিন্তু আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি খেলা থেকে তিনি অবসর নিয়েছেন বলে তিনি জানিয়েছেন,হাজার হাজার ভারতবাসী যুবীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

সম্পর্কিত খবর