‘রাতে শান্তিতে ঘুমান কীকরে?’, মোদীকে নজিরবিহীন আক্রমণ জায়রার

বাংলাহান্ট ডেস্ক:  ২০১৯ সালে চিরদিনের মতো বলিউড ত্যাগ করেছেন জায়রা ওয়াসিম। হঠাৎ করেই অভিনয় ছেড়ে দিয়েছিলেন তিনি। এখন তিনি রাজনৈতিক বিষয়ে প্রায়ই মতামত জাহির করেন জায়রা। এই নিয়ে মাঝে মাঝেই নানা বিতর্কেরও সৃষ্টি হয়। তবে সেই সব বিষয় নিয়ে বেশি পাত্তা দেন না তিনি।

zaira wasim

সম্প্রতি ফের একবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জায়রা ওয়াসিম। তাঁর সাম্প্রতিক টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা বানিয়েছেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি টুইট করে লিখেছেন, ‘প্রশ্নটা এমন হওয়া উচিত ছিল যে আপনার রাতে শান্তির ঘুম কীকরে আসে, এটা নয় যে আপনি আম কীকরে খান’। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোদী জানান, তিনি আম খেতে ভালবাসেন। এই বিষয়টা নিয়ে খুবই চর্চা হয়েছিল নেটদুনিয়ায়। সেই বিষয়টাকে নিয়েই এবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন জায়রা।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়েও সোচ্চার হয়েছিলেন জায়রা। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের প্রায় ৬ মাস পরে এই বিষয়ে সরব হয়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে একটি বড়সড় পোস্ট করে তিনি লেখেন, ‘কাশ্মীরিরা সমানে লড়াই করে চলেছে আশা ও হতাশার মধ্যে। শান্তির মিথ্যে প্রচার করা হচ্ছে। কাশ্মীরিদের স্বাধীনতা যে কেউ ছিনিয়ে নিতে পারে। আমাদের ওপর এত বাধা নিষেধ কেন চাপিয়ে দেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, শেষবার দ্য স্কাই ইজ পিঙ্ক ছবিতে দেখা গিয়েছিল জায়রাকে। বলিউড ছেড়ে দেওয়ার পর এই ছবি মুক্তি পায় তাঁর। তবে সিনেপ্রেমীদের মনে খুব একটা দাগ কাটতে পারেনি এই ছবি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর