বাংলা হান্ট ডেস্ক : প্রত্যেক বছর দুর্গাপুজো নিয়ে বাঙালির মধ্যে কাজ করে এক আলাদাই উন্মাদনা। এখন সময়ের সাথে সাথে বদল এসেছে মহালয়া (Mahalaya) থেকে শুরু করে দুর্গা পুজোতেও। তবে আগের মতো এখনও মহালয়ার (Mahalaya) সকালে বাঙালির ঘুম ভাঙে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে চন্ডীপাঠ শুনেই। ভোরবেলায় রেডিওতে মহালয়া (Mahalaya) শোনার পর টিভিতেও মহালয়া দেখার প্রচলন রয়েছে বহুদিন ধরেই।
জি বাংলার মহালয়া (Mahalaya) নিয়ে তুমুল ট্রোল
কিন্তু ইদানিং এই মহালয়াতেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। আগে একমাত্র দূরদর্শনের পর্দায় মহালয়া সম্প্রচারিত হলেও এখন প্রত্যেক বিনোদন মূলক চ্যানেলেই মহালয়ার প্রভাতী অনুষ্ঠান সম্প্রচারের হিড়িক দেখা যায়। সময়ের পালে হাওয়া লাগিয়ে এবছর থেকে আবার ওটিটিতেও সম্প্রচারিত হচ্ছে মহালয়া।
এবছর জি বাংলায় দেবী দুর্গা রূপে অসুর বধ করেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। আর তাঁর বিপরীতে মহাদেবের চরিত্রে ছিলেন ফুলকি সিরিয়ালের প্রধান নায়ক রোহিত অভিনেতা অভিষেক বসু। এছাড়াও দেবীর বিভিন্ন রূপে হাজির ছিলেন টেলিভিশনের এক ঝাঁক অভিনেত্রী।
তাঁদের মধ্যেই অন্যতম ছিলেন সদ্য শেষ হয়ে যাওয়া ‘কে প্রথম কাছে এসেছি ‘ সিরিয়ালের নায়িকা মধুবনী অভিনেত্রী মোহনা মাইতি। এবছর তাঁকে দেখা গেল দেবী চন্দ্রঘন্টা রূপে। এদিন সোশ্যাল মিডিয়ায় জি বাংলার মহালয়া ‘নবরূপে দেবী দুর্গা’র একটি দৃশ্য ভাইরাল হয়েছে।
আরও পড়ুন : ঠিক যেন রূপকথা! ডাস্টবিন থেকেই ভাগ্য বদলে যায় মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানীর
সেখানে দেখা যাচ্ছে দেবী চন্দ্রঘন্টা রুপী দেবী পার্বতী বিয়ের সাজে দাঁড়িয়ে আছেন মণ্ডপে। মহাদেবের দাদা তাঁর সেই বিয়েতে বাধা দিতেই নাচতে নাচতে সেখানে চলে আসে অসুর দল। তবে অসুরবাহিনী যেভাবে নাচতে নাচতে এদিন মণ্ডপে ঢুকছিলেন তা দেখে হেসেই লুটোপুটি খাচ্ছেন দর্শক।
এই দৃশ্য সোশ্যাল মিডিয়া শেয়ার করে নিয়ে এক নেটিজেন, ‘মহালয়া না বরযাত্রী ব্যান্ড নাচ ধরতে পারবে না’। কেউ আবার লিখেছেন, ‘কার্টুনগুলো ভালোই হয়’। শুধু তাই নয় এবছর মহালয়া দেখে অনেকেই শুভশ্রীকে ‘মোটা’ বলে কটাক্ষ করেছেন। কেউ কেউ আবার দেবী দুর্গারূপে শুভশ্রীর বদলে নতুন মুখ আনার দাবি তুলেছেন।