জি বাংলার নতুন চমক, অবনীন্দ্রনাথের ‘ক্ষীরের পুতুল’-এর হাত ধরে ফিরছেন সুদীপ্তা

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক নতুন নতুন ধারাবাহিক নিয়ে আসছে জনপ্রিয় বাংলা চ্যানেল জি বাংলা। কিছুদিন আগেই জানা গিয়েছিল বাংলার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনীর জীবন নিয়ে শুরু হতে চলেছে ধারাবাহিক। ইতিমধ্যেই প্রোমোও দেখানো হয়ে গিয়েছে তার। এবার চ্যানেল কর্তৃপক্ষ নিয়ে এল আরও এক চমক। এবার অবনীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি অবলম্বনে তৈরি হতে চলেছে ধারাবাহিক। নাম ক্ষীরের পুতুল। আর এই ধারাবাহিকের মাধ্যমেই দীর্ঘদিন পর পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী সুদীপ্তা রায়।

download 6 5

রূপকথার গল্প নতুন কিছু নয় বাংলা ধারাবাহিকে। এর আগে বহু ধারাবাহিক দেখা গিয়েছে নানা চ্যানেলে। তবে এই কাহিনি কিছুটা আলাদা। অন্যান্য রূপকথার লেখক লেখিকাদের সঙ্গে অবন ঠাকুরকে গোলানো একেবারেই চলবে না। তিনি লেখার মধ্যে দিয়েই ছবি ফুটিয়ে তুলতেন। একবার সেই লেখা পড়লে দৃশ্যপট ভেসে উঠবেই চোখের সামনে। তবে সেই দৃশ্য টেলিভিশনের পর্দায় ফুটিয়ে তোলা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তাই ধারাবাহিকের উদ্যোক্তাদের এই চেষ্টাটা সত্যিই প্রশংসার যোগ্য।

https://www.facebook.com/ZeeBanglaIndia/videos/213149233170290/

এই ধারাবাহিকে দুয়োরানির চরিত্রে দেখা যাবে সুদীপ্তাকে। ইতিমধ্যেই দেখানো হয়ে গিয়েছে ধারাবাহিকের প্রোমো। অন্যান্য রূপকথার কাহিনি নিয়ে তৈরি ধারাবাহিকের থেকে কোন কোন ক্ষেত্রে আলাদা হতে চলেছে ক্ষীরের পুতুল? প্রথমত, গ্রাফিক্স। অন্যান্য ধারাবাহিকে যে গ্রাফিক্স দেখা গিয়েছে আগে তার থেকে অনেক উন্নত মানের গ্রাফিক্স ব্যবহার হতে চলেছে এই ধারাবাহিকে। প্রোমোতেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। এছাড়া এখানে ব্যবহার হলে থ্রি ডি অ্যানিমেশন। প্রোমোতে যে বাঁদরটিকে দেখা গিয়েছে সেটিও থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমেই তৈরি।

তবে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল গল্পটি খুব বেশি বড় নয়। তাই বেশ কিছু চরিত্রে যোগ হতে চলেছে। পাশাপাশি বেশ কিছু অংশ বিস্তারিত ভাবে দেখানো হবে ধারাবাহিকে। দুয়োরানির চরিত্রে সুদীপ্তাকে দেখা গেলেও সুয়োরানি ও রাজার ভূমিকায় কাদের দেখা যাবে সেটা এখনও জানা যায়নি। শেষ বার আদরিনী ধারাবাহিকে দেখা গিয়েছিল সুদীপ্তাকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর