দুমুঠো খাওয়ার জন্য ধুতেন অন্যের গাড়ি, আজ প্রতিষ্ঠা করেছেন কয়েক কোটির সাম্রাজ্য

বাংলাহান্ট ডেস্ক : একটা সময় একমুঠো খাবারের জন্য প্রতিবেশীর গাড়ি ধুতেন। আর আজ কয়েক কোটির মালিক। বিএম বালাকৃষ্ণের রোমহষর্ক এই সাফল্যের কাহিনি হার মানাবে সিনেমার চিত্রপটকেও। জেনে নেওয়া যাক কিভাবে জিরো থেকে হিরো হলেন এই ব্যক্তি।

   

বিএম বালাকৃষ্ণার জন্ম অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার সলকরায়াল নামের এক ছোট্ট গ্রামে। তাঁর বাবা ছোট চাষী এবং মা অঙ্গনওয়াড়ীর শিক্ষিকা ছিলেন। এছাড়াও ছিল পারিবারিক দুধের ব্যবসা। পড়াশুনায় বালাকৃষ্ণা একেবারেই ভালো ছিলেন না। লাগাতার ছয়বার ফেলও করেছিলেন অঙ্কে। স্কুলে থাকাকালীনই নিজের পায়ে দাঁড়ানোর গভীর ইচ্ছা চেপে বসেছিল তাঁ মধ্যে। নিজের বাবা-মা কে বলেও ছিলেন যে তিনি কোনও এক ফোন বুথে ৩০০ টাকা মাইনের চাকরি করতে চান।

যে বালাকৃষ্ণ স্কুলের গণিত পরীক্ষায় ছয়বার ফেল করেছিলেন, সেই তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ৭৪ শতাংশ নম্বর নিয়ে কৃতী ছাত্র হিসাবে পাশ করেন। পরে বিপণন আধিকারিক হিসাবে কিছুদিন কাজ করেন বিভিন্ন কোম্পানিতে।

Andhra Pradesh,Chittur,BM Balakrishna,Aquapot RO Technology,বিএম বালাকৃষ্ণ,চিত্তুর,অ্যাকুয়াপোট

২০১০ সালে ১.২৭ লাখ পুঁজি নিয়ে শুরু করেন নিজের ব্যবসা। প্রতিষ্টা করেন নিজের ব্র্যান্ড ‘অ্যাকুয়াপোট’। আজ সেই অ্যাকুয়াপোর দেশের সর্বোচ্চ ২০ টি জল পরিশুদ্ধ কারক কোম্পানির মধ্যে একটি। আজ অ্যাকুয়াপোট বার্ষিক লেনদেন প্রায় ২৫ কোটি টাকারও বেশি। শুধুমাত্র নিজের পরিশ্রম ও চেষ্টা দিয়ে বিএম বালাকৃষ্ণ যে সাফল্য অর্জন করেছেন তা প্রশংসার দাবি রাখে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর