পরিস্থিতি খারাপ তাই পারিশ্রমিক ছাড়াই শুধু খেলার আবেদন জিম্বাবোয়ে ক্রিকেটারদের।

বাংলা হান্ট ডেস্ক : জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ থাকায় বোর্ডের সদস্যপত স্থগিত করেছে আইসিসি। কিন্তু এসবে ক্রিকেটারদের কোনও দোষ না থাকলেও বোর্ড-আইসিসি কাজিয়ায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন তাঁরা।স্থগিতাদেশ চলাকালীন জিম্বাবোয়ে আইসিসির কোনও ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ফলে খারাপ পরিস্থিতির সন্মুখীন হতে হচ্ছে ক্রিকেটারদের।এর আগে জিম্বাবোয়ের ক্রিকেটাররা আইসিসিকে প্রশ্ন করে, ক্রিকেট কিট পুড়িয়ে এবার কি তাঁরা চাকরি খুঁজতে বেরোবেন? জিম্বাবোয়ে দলের এক সিনিয়র ক্রিকেটার বলেছেন, ”যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হয় ততদিন আমরা বিনা পারিশ্রমিকে খেলতে রাজি। যেভাবেই হোক, দেশের ক্রিকেটকে ক্ষতির হাত থেকে বাঁচাতে হবে। আমরা টি-২০ বিশ্বকাপের বাছাই-পর্বে খেলতে চাই। কিন্তু সব সমস্যা মিটলে আমাদের পারিশ্রমিক নিয়ে ভাবতে হবে। এই ব্যাপারে আইসিসিকে কথা দিতে হবে।”

এমনভাবে যদি পরিস্থিতি চলতে থাকে তবে জিম্বাবোয়ের ক্রিকেট ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে বলে আশঙ্কা করছেন সেখানকার ক্রিকেটাররা। তাই এবার তাঁরা আইসিসির কাছে এই আবেদন রাখলেন। তবে আই সি সি র তরফ থেকে কোনো সদুত্তর মেলেনি। ফলে ভবিষ্যৎ কী হতে চলেছে তা বুঝতে পারছে না তারা তাও একে অপরের হাত ধরে এই মুশকিল সময় পার করার আশায় বুক বাঁধছে জিম্বাবোয়ের ক্রিকেটার রা।

সম্পর্কিত খবর