বাংলাহান্ট ডেস্ক : টিআরপি ধরে রাখতে কত কিছুই না করেন নির্মাতারা। কিছু কিছু সিরিয়ালে (Serial) বদলে যায় গল্পের ট্র্যাক, কয়েক বছর এগিয়ে যায় গল্প। আবার কোথাও কোথাও বেমালুম নায়ক নায়িকাই বদলে যায়। একেবারে অন্য খাতে বয়ে চলে গল্পের স্রোত। কিন্তু তাও যদি টিআরপি ধরা না দেয়? তাহলে আবার কি নায়ক নায়িকা বদল? জি বাংলার সিরিয়ালে (Serial) এমনি আভাস পাচ্ছেন দর্শকরা।
ফের নায়ক বদল হচ্ছে জি এর সিরিয়ালে (Serial)
ধারাবাহিক (Serial) শুরু হয়েছিল একজন নায়ককে নিয়ে। কিন্তু গল্পের মাঝে আচমকা তিনি গুরুত্ব হারিয়ে বসেন। নায়িকার বিপরীতে আনা হয় অন্য মুখকে। তিনিই হয়ে ওঠেন নায়ক। অন্যদিকে প্রথম হিরো এক রকম সরেই যান সিরিয়াল (Serial) থেকে। তারপর অনেক জল বয়ে গিয়েছে। গল্প এঁকেবেঁকে এগিয়েছে অনেক দূর। মাঝে সিরিয়াল শেষের গুঞ্জনও উঠেছিল। তবে এবার শোনা যাচ্ছে, আবারো ফিরতে চলেছেন প্রথম নায়ক।
কী চলছে গল্পে: কথা হচ্ছে জি বাংলার সিরিয়াল (Serial) ‘মিঠিঝোরা’ নিয়ে। তিন বোন রাইপূর্ণা, নীলাঞ্জনা আর স্রোতস্বিনীর জীবনের গল্পকে কেন্দ্র করেই মিঠিঝোরার কাহিনি। এর মধ্যে বড় বোন রাইপূর্ণা একবার নিজের ভালোবাসার আত্মত্যাগ করেছে পরিবারের জন্য। দ্বিতীয় বার যখন তার জীবনে প্রেম এল, সেই অনির্বাণের সঙ্গেও সুখে জীবন কাটাতে পারেনি রাই। এদিকে নিজের জীবন নষ্ট হয়ে যাওয়ার জন্য দিদিকেই দোষী করে নীলু।
আরো পড়ুন: বিয়ে-রিসেপশনের পর ভাইরাল ফুলশয্যার ছবি! “স্পেশ্যাল” রাতে শ্বেতাকে কী উপহার দিলেন রুবেল?
ফের আসছে টুইস্ট: বর্তমানে সিরিয়ালের (Serial) গল্প বলছে, রাইকে শেষ করতে গিয়ে ফেঁসে যায় নীলু আর কোয়েল। অন্যদিকে রাই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেও তার স্মৃতি হারিয়ে যায়। নিজেকে মনে করতে পারে না সে। এমতাবস্থায় শোনা যাচ্ছে, অনির্বাণের সমস্ত স্মৃতি হারিয়ে শুধু শৌর্যের কিছু কিছু স্মৃতি মনে থাকবে রাইয়ের। আবারো কি নতুন করে ফিরবে রাই শৌর্য জুটি?
আরো পড়ুন: TRP তালিকায় টপ ৩-তে, আচমকাই বিপাকে জি এর সিরিয়ালের পরিচালক, বন্ধ হচ্ছে শুটিং!
মিঠিঝোরার দর্শকরা জানেন, রাই এর সঙ্গে শৌর্যের জুটি নিয়েই শুরু হয়েছিল সিরিয়াল (Serial)। কিন্তু হঠাৎ করেই শৌর্যকে সরিয়ে আনা হয় অনির্বাণকে। এদিকে শৌর্যকেও দীর্ঘদিন দেখা যায় না সিরিয়ালে। দর্শকদের একাংশ অবশ্য রাইয়ের বিপরীতে শৌর্যকেই আবার ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।