‘সবচেয়ে বড় প্রতারক, গরু বেচে রাস্তায় হরে কৃষ্ণ-হরে রাম করে’, ইসকন নিয়ে বিস্ফোরক বিজেপির মানেকা গান্ধী

বাংলা হান্ট ডেস্ক: ইসকনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ মানেকা গান্ধী (Maneka Gandhi)। ইসকনকে (ISKCON) দেশের সবচেয়ে বড় প্রতারক সংস্থা বলে অভিযোগ করলেন তিনি।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা পশুপ্রেমী (Animal Lovers) হিসেবে সুপরিচিত। দেশের বিভিন্ন জায়গায় পশুহত্যা বা পশুদের উপর বর্বরতার প্রতিবাদে সোচ্চার হন তিনি। এবার তিনিই ইসকনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। একটি ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ইসকন দেশের মধ্যে সবচেয়ে বড় প্রতারক। ওরা গৌশালা চালায় এবং সরকারের থেকে সুবিধা নেয়।’

এরপরেই তিনি অন্ধপ্রদেশে ইসকনের অনন্তপুর গৌশালা পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে বলেন, সেখানে তিনি যতগুলি গরু দেখেছেন সবকটি দুগ্ধবতী। এমন একটিও গরু ছিল না, যারা দুধ দেয় না। কোনও বাছুর ছিল না। মানেকা বলেন, ‘তার মানে বাকিদের বিক্রি করে দেওয়া হয়েছে। ইসকন কসাইদের কাছে গরুগুলিকে বিক্রি করে দেয়, ওরা যতটা করে এমন আর কোনও সংস্থা করে না। এরপর ওরা রাস্তায় গিয়ে হরে রাম হরে কৃষ্ণ গায় (Hare Krishna)। বলে বেড়ায়, ওদের সমস্ত জীবন দুধের উপরে নির্ভরশীল। সম্ভবত এত বেশি বাছুর অন্য কোনও সংস্থা বিক্রি করে না।’

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ইসকন। সংস্থার মুখপাত্র যুধিষ্ঠির গোবিন্দ দাস বলেন, ‘এই অভিযোগ সর্বৈই মিথ্যে এবং ভিত্তিহীন। গরু ও ষাঁড়দেল সারাজীবন ধরেই সেবা করা হয় এখানে। কখনওই তাদের কসাইদের কাছে বেচে দেওয়া হয় না। মানেকার মতো ইসকনের একজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে এই ধরনের মন্তব্য শুনে বিস্মিত।’

iskcon

স্বাভাবিকভাবেই মানেকার এই মন্তব্যে রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে। বিরোধী দলের নেতারাও তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন।

উল্লেখ্য, গোটা বিশ্বজুড়ে ইসকনের লক্ষ লক্ষ ভক্ত রয়েছেন। বিশ্বের মধ্যে সবথেকে বড় হিন্দু মন্দির পেতে চলেছে পশ্চিমবঙ্গ (West Bengal) মায়াপুরে (Mayapur) গড়ে ওঠা বৈদিক প্ল্যানেটরিয়াম ২০২৪ সালে সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর