আবারও নতুন ছুটির ঘোষণা করলেন মমতা ব্যানার্জী, মতুয়াদের খুশি করতে নিলেন বড়ো পদক্ষেপ

বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা ভোটের প্রচারে বনগাঁর গোপালনগরে আজ জনসভা করছেন মমতা ব্যানার্জী। আর সেখান থেকেই নতুন একটা দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মতুয়াদের প্রধান হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, ১১ মার্চ সরকাই ছুটি ঘোষণা করেন তিনি।

গোপালনগরের সভা থেকে মমতা ঘোষণা করেন, ‘এবার থেকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছর ১১ মার্চ রাজ্যে সরকারি ছুটি থাকবে।’ পাশাপাশি, মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী বিধানসভা ভোটের পর থেকে রাজ্যে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। বাংলা থেকে বিজেপিকে তাড়াব। মুছে দেব বিজেপির নাম।’

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২১-এর ভোটে মূল টক্কর তৃণমূল ও বিজেপির মধ্যে। গত কয়েক বছরে রাজ্যে বিজেপির শক্তিবৃদ্ধি চোখে পরার মতো। এই বনগাঁতেই ২০১৯ সালের লোকসভা ভোটে জয় লাভ করে পদ্মশিবির। মতুয়াদের একটা বড় অংশই গেরুয়া শিবিরের দিকে ঝুঁকে। আর সেই কারণেই মতুয়াদের মন ফিরে পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ মমতার কাছে।

রাজ্যে মতুয়া গোষ্ঠীর সংখ্যা তিন কোটির বেশি। বড়মা যতদিন বেঁচে ছিলেন, ততদিন তৃণমূলের কাছে বড় ভোট ব্যাঙ্ক ছিলেন মতুয়ারা। কিন্তু তাঁর মৃত্যুর পরেই ঠাকুর পরিবার রাজনৈতিক ভাবে ভেঙে যায়। রাজ্যের নদিয়া, দুই ২৪ পরগনা সহ একাধিক জেলা মিলিয়ে ৭৪টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্যাক্টর।

সম্পর্কিত খবর