চাকরি প্রার্থীদের জন্য সুখবর! 17 হাজার শিক্ষক নিয়োগ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে কর্মসংস্থান গড়ে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পদে কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছিলেন, সেই লক্ষ্যে ইতিমধ্যেই পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের অধীনস্থ স্কুলগুলিতে 17 হাজার কম্পিউটার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।16MA CITY COMPUTER CLASS

তাই এই প্রস্তাব সিলমোহর পেলে সেক্ষেত্রে প্রতিটি স্কুলে একটি করে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্তর্গত সমস্ত স্কুলগুলির ক্ষেত্রে উচ্চ প্রাথমিকে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। তাই প্রতিটি স্কুলে কম্পিউটার ক্লাস নেওয়ার জন্য এক একজন করে পার্ট টাইমার শিক্ষক নিয়োগ করা হয়েছে, অনেক স্কুলে আবার কম্পিউটার শিক্ষক নেই তাই সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখে এবার কম্পিউটার শিক্ষক নিয়োগ করতে চাইছে রাজ্য সরকার।

যেহেতু পশ্চিমবঙ্গ জুড়ে ঠিকা সংস্থার মাধ্যমে হাজার হাজার কম্পিউটার শিক্ষক নিয়োগ হয়েছে সে ক্ষেত্রে অনেক শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে তাই নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার মাধ্যমে কম্পিউটার শিক্ষক নিয়োগ করতে চাইছে রাজ্য সরকার। যদিও বিষয়টি এসএসসির মাধ্যমে নিয়োগ করা হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়োগ হয়নি তবে রাজ্যের মন্ত্রিসভার অনুমোদন পেলেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেই সূত্রের খবর।

আগামী বিধানসভা নির্বাচনের আগে এ ক্ষেত্রে বড়সড় সুযোগ মিলতে পারে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কম্পিউটার শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয়ে কয়েকদিন আগেই আন্দোলনের পথে হেঁটেছিলেন রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত স্কুলগুলির কম্পিউটার শিক্ষকরা।

সম্পর্কিত খবর