খড়দহের কারখানায় ভয়াবহ কাণ্ড! গ্যাস লিক করে মৃত্যু দু’জনার, অসুস্থ একাধিক

বাংলা হান্ট ডেস্কঃ আচমকাই পাইপলাইন থেকে কার্বন মনোক্সাইড গ্যাস লিক আর এই ঘটনার দরুণ প্রাণ গেল দুই শ্রমিকের। ঘটনাটি ঘটেছে খড়দহের (Khardaha) একটি ইসিএল কারখানায়। ভয়াবহ গ্যাস লিকের ঘটনায় ইতিমধ্যে দুজন মারা যাওয়ার পাশাপাশি চার শ্রমিক গুরুতর অসুস্থ। ইতিমধ্যেই তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার কেন্দ্রস্থল উত্তর ২৪ পরগনা জেলার খড়দহের একটি ইসিএল কারখানা। প্রতিদিনের মতো এদিনও কারখানায় কাজ করছিলেন সকলে। তবে আচমকাই একটি পাইপলাইন থেকে কার্বন মনোক্সাইড গ্যাস লিক করতে থাকে এবং কয়েক মুহূর্তের মধ্যেই সেই গ্যাস চারিদিকে ছড়িয়ে যাওয়ার কারণে ঘটে দুর্ঘটনা। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারান দুই শ্রমিক। বাকি চারজনের অবস্থা অত্যন্ত সংকট জনক। ঘটনাটির খবর জানাজানি হওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরবর্তীতে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে খবর।

Khardaha gas leak

পরবর্তীতে স্থানীয় থানায় খবর দেওয়া হলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে সেখানে উপস্থিত হয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। এক প্রত্যক্ষদর্শী জানান, “কারখানায় আচমকাই গ্যাস লিক করতে থাকে। সেই সময় এক শ্রমিককে বাঁচাতে গিয়েই দুজন ব্যক্তি সেখানেই মারা যান। বাকি কয়েকজন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। আপাতত এটুকুই জানা গিয়েছে। তবে কি কারণে গ্যাস লিক হয়েছে, তা বলতে পারব না।” ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ এবং কিভাবে এই ঘটনা ঘটলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। খুব দ্রুত আসল সত্যতা জানা যাবে বলে আশ্বাস প্রশাসনের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর