IPL-এ এই কাঁপিয়ে দেওয়া রেকর্ড আছে ২ তারকার! ধোনি বা রোহিতের মতো অভিজ্ঞদেরও নেই এই কীর্তি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। এই টুর্নামেন্ট সফল হতে পারলে বিশ্বের যে কোনও দেশের জনপ্রিয় ক্রিকেটাররা অত্যন্ত গর্ব বোধ করে থাকেন। আইপিএল কেবলমাত্র এখন আর একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। যে কোনও ক্রিকেটারের কাছে ভারতীয় পরিবেশ ও পরিস্থিতিতে সফল হওয়ার আগের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠেছে।

আইপিএলে শতরান করাটা খুবই কঠিন কাজ। কারণ বিশ্বমানের তারকা বোলারদের পাশাপাশি তরুণ ভারতীয় প্রতিভাবান বোলাররাও এখানে নিজের যোগ্যতাপ্রমাণের জন্য মরিয়া হয়ে থাকেন। সেইসব চ্যালেঞ্জ সামলে হয় দীর্ঘক্ষণ ক্রিজে টিকে থেকে, নয়তো প্রবল মাত্রায় আগ্রাসী ব্যাটিং করে এই মাইলফলক ছুঁতে হয় যে কোনও ক্রিকেটারকে।

এর মধ্যে যদি কেউ রান তাড়া করতে গিয়ে শতরান করেন এবং এই কাজটা যদি তিনি দুইবার করে দেখান তাহলে তার যোগ্যতা সম্পর্কে আর কোনও প্রশ্নই থাকতে পারে না। আইপিএলে এমন কাজ করতে পেরেছেন কেবলমাত্র দুইজন ক্রিকেটার। আজ সেই দুই ক্রিকেটারকে নিয়েই আমাদের এই প্রতিবেদন।

kohli ton

১. বিরাট কোহলি: একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি এই কাজটি দুইবার করে দেখিয়েছেন। ২০১৬ সালের রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে তিনি একটি অসাধারণ শতরান করে নিজের দলকে জয় এনে দিয়েছিলেন। এরপর চলতি আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে একই কাজ করেছেন তিনি। তার ছয়টি আইপিএল শতরানের মধ্যে দুটি এসেছে রান তাড়া করতে নেমে।

stokes rpsg

২. বেন স্টোকস: ইংল্যান্ডের বর্তমান টেস্ট অধিনায়ক চলতি আইপিএলে বেশি মাঠে নামার সুযোগ না পেলেও তিনি বরাবরই আইপিএলের মঞ্চে সুযোগ মতো জ্বলে ওঠেন। ২০১৭ সালে তিনি রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে শতরান করে দলকে জয় এনে দিয়েছিলেন। এরপর ২০২০ সালে তিনি আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করে রাজস্থান রয়্যালসকে অসাধারণ জয় এনে দিয়েছিলেন।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর