সীমান্তে চীনের চোখে চোখ রেখে লড়াই করার উপহার, ITBP-র ২০ জওয়ানকে বীরত্বের পুরস্কার

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আগে সর্বদাই বীরত্বের জন্য পুরস্কৃত করা হয় ভারতীয় সৈন্য বাহিনীর প্রতিনিধিদের। এবার সেই তালিকায় উঠে এলো সর্বমোট ৬৩০ জনের নাম। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে শনিবার জানানো হয়েছে, জম্মু-কাশ্মীর পুলিশের আধিকারিকরা এই সব থেকে বেশি বীরত্বের পুরস্কার লাভ করেছেন। ২৫৭ জন আধিকারিককে সন্ত্রাস-দমন অভিযান এবং আইন-শৃঙ্খলাজনিত অভিযানের জন্য পুরস্কৃত করা হচ্ছে এবার।

এই তালিকায় নাম রয়েছে আইটিবিপি বা ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের ২৩ জন আধিকারিকেরও। গতবছর গালওয়ান উপত্যাকায় ফিঙ্গার ফোর অঞ্চলে চিনা সৈনিকদের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয় ভারতীয় সেনার। চিনা অনুপ্রবেশ রুখতে প্রাণ দিয়ে লড়াই করেন ভারতের বীর জওয়ানরা। সংখ্যা জানা না করলেও বহু চিনা সেনাকে যে আঘাত হানতে সক্ষম হয়েছিলেন তারা তা আজ স্পষ্ট। সেই সূত্র ধরেই যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করা ২০ জন আইটিবিপির জওয়ানকে পুরস্কৃত করেছে সরকার।

আইটিবিপির মুখপাত্র বিবেক পান্ডে বলেন, “সীমান্তে মুখোমুখি সংঘাত বা সংঘর্ষ বা সীমান্ত রক্ষার কাজের জন্য এবারই সর্বাধিক বীরত্বের পুরস্কার পেয়েছে আইটিবিপি।” গত ১৫ জুন চিনের সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছিলেন ভারতের কুড়ি জন বীর জওয়ান। যদিও শক্তিধর চিনা সৈন্যকে বাধা দিতে কোনরকম কসুরIndian Army 3 4 করেনি ইন্ডিয়ান আর্মি। বিবেক আরও জানিয়েছেন গত ১৮ মে লাদাখ হট স্প্রিং এবং ফিঙ্গার ফোর অঞ্চলে লাল ফৌজদের সঙ্গে যে সংঘাত বেঁধেছিল ভারতের তাতে অসামান্য বীরত্বের দেখিয়েছিলেন ১২ জন জওয়ান। সেই কারণেই এবার তাদের সম্মানিত করলো সরকার।

 

এরপর গালওয়ান উপত্যকায় ১৫ জুন যে সংঘাত হয় সেখানেও প্রস্তুত হয়ে আসা চিনা সৈন্যকে বীরত্ব, নিখুঁত পরিকল্পনা এবং কৌশলগত বুদ্ধিমত্তার জোরে রুখে দিয়েছিল ইন্ডিয়ান আর্মি। সেই সংঘর্ষে বীরত্ব প্রদর্শনকারী আটজন জওয়ানকেও এবার পুরস্কৃত করল সরকার৷

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর