দ্বিতীয় রাউন্ডের প্রথম জাজেস ভিজিট। উমা শারদ সন্মান ২০১৯ এর লড়াই হাড্ডাহাড্ডি।

 

বাংলা হান্ট ডেস্ক: মেঘ রোদ্দুর উকি ঝুঁকি খেলুক, যতই মেঘলা আকাশ ঝরাক বরিষ ধারা। কিন্তু তাও, বাঙালির কাছে একটাই সত্যি এখন, পুজো আসছে। আর মাত্র কয়েক দিন। তারপরই বেজে উঠবে ঢাকের বাদ্যি। তাল মেলাতে তৈরি বাঙালিও। রাস্তার মোড়ে মোড়ে সেজে উঠছে মণ্ডপ, শহর কলকাতা মুড়ে যাচ্ছে আলোর রোশনাই তে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, চলছে চূড়ান্ত ব্যস্ততা।  পুজোর কয়েকদিন হই হট্টগোলে মেতে উঠতে তৈরি বাঙালিরা তৈরি। শপিং প্রায় শেষ সীমায়। থিম উদ্যোক্তাদের শেষ মুহূর্তের তুলির টান চলছে, তাদের ভাবনাকে ফুটিয়ে তুলতে হবে মণ্ডপে, তাদের বার্তা পৌঁছে দিতে হবে মানুষের কাছে এইসবের একটাই কারণ, বাড়ি আসছে উমা, আর সাথেই আসছে মৃগনয়নি উমা শারদ সন্মান ২০১৯।

CollageMaker 20190926 231341609

আজ থেকে শুরু হলো মৃগনয়নী উমা শারদ সন্মান ২০১৯ এর দ্বিতীয় রাউন্ড এর জাজমেন্ট। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম চলছে এই জাজমেন্ট। আজ  আগামীকাল এবং পরশু কলকাতার থিম পুজো গুলোকে পর্যবেক্ষণ করে নেবে। তাদের মধ্যে থেকেই উঠে আসবে এ বছরের শ্রেষ্ঠ ভাবনা।সকাল থেকে রাত পর্যন্ত ভিজিট করে চারটি জাজেস টিম বেছে নেবে তাদের চোখে শ্রেষ্ঠ পুজো কে। এবারে তাদের জাজেস প্যানেলের সকলেই মহিলা এবং তারাই বেছে নেবে ভাবনার দিক থেকে এ বছরের শ্রেষ্ঠ পুজো কে।সুতরাং পাড়ায় পাড়ায় আরো হাড্ডাহাড্ডি হয়ে উঠছে লড়াই। কে জিতে নেবে সেরার শিরোপা তা জানতে নজর রাখতেই হবে।

সম্পর্কিত খবর