রাজ্য সরকারি কর্মীদের DA, যুব সমাজের জন্য ক্রেডিট কার্ড! বাজেটে বড় ঘোষণা চন্দ্রিমার

বাংলা হান্ট ডেস্ক : রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর রইল ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে। তিন শতাংশ মহার্ঘভাতা (DA)বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। আগামী মাস অর্থাৎ ১ মার্চ থেকেই তা কার্যকর হবে। প্রসঙ্গত, কেন্দ্র বছরে দু’বার করে ডিএ বাড়িয়ে থাকে। সেদিক থেকে রাজ্য সরকারি কর্মচারীরা বঞ্চিতই হন খানিকটা। এ অভিযোগ রাজ্য সরকারি কর্মীদের বহুকালের। সেই বৈষম্য কিছুটা ঘুচিয়ে রাজ্য সরকার সাম্য রাখতে ৩ শতাংশ হারে ডিএ বাড়ানোর ঘোষণা করল। স্বভাবিক ভাবেই খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মীচারি মহলে।

এই বাজেট কর্মসংস্থানমুখী বাজেট। চন্দ্রিমার বাজেট বক্তৃতার পর এমনঃ প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এক নজরে দেখা নেওয়া এবারের বাজেটের এখনও পর্যন্ত ঘোষিত গুরুত্বপূর্ণ কিছু দিক।

chandrima

  • যুব সমাজের জন্য চালু হবে ভবিষ্যত ক্রেডিট কার্ড। ১৮-৪৫ বছর বয়সী ২ লক্ষ যুবক-যুবতী আর্থিক সহায়তা বাবদ সর্বাধিক ৫ লক্ষ টাকা ঋণ পাবেন। এর ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
  • বাংলার ১.৮৮ কোটি মহিলা এসেছেন লক্ষ্মীর ভান্ডারের আওতায়। লক্ষ্মীর ভান্ডারের প্রাপকরা ৬০ বছর অতিক্রম করলে সরাসরি বার্ধক্যভাতার আওতায় চলে আসবেন বলে ঘোষণ অর্থমন্ত্রীর।
  • বানতলার লেদার কমপ্লেক্সে ইতিমধ্যেই ৩ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে আরও ২ লক্ষ চাকরি সেখানে তৈরি হবে। দাবি চন্দ্রিমা ভট্টাচার্যের।
  • বাড়ি ক্রয়ের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির ২ শতাংশ ও জমি, বাড়ির বাজারমূল্যের সার্কল রেটের ১০ শতাংশ ছাড় আরও ছ’মাস বৃদ্ধি করল রাজ্য সরকার।
  • ষাটোর্ধ্ব যে সমস্ত মহিলারা বিধবা ভাতা পান না, লক্ষ্মীর ভাণ্ডারে তাঁদের বরাদ্দ বাড়ল। ৫০০-র বদলে মাসিক এক হাজার টাকা পাবেন তাঁরা। সরাসরি পেনশনের আওতায় চলে আসবেন তাঁরা।
  • বিধায়কদের এলাকা উন্নয়ন প্রকল্প কর্মসূচিতে এলাকা উন্নয়নের খাতে বাৎসরিক ৬০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা করা হবে আগামী অর্থবর্ষ থেকেই। এই খাতে বাজেট বরাদ্দ হবে ৩০ কোটি টাকা।

এদিনের বাজেটে  ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা ডিএ আন্দোলনে খানিকটা জল পড়ল বলে মনে করা হচ্ছে। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মার্চ মাস থেকে কার্যকর হবে নয়া হারে ডিএ। এতে সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্তরাও সুবিধা পাবেন। তাঁরাও ডিএ পাবেন বলে জানালেন অর্থমন্ত্রী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর