বয়স আজও বাঁধা নয়, ভারতের হয়ে খেলা এই ৩ অভিজ্ঞ তারকা নিজেদের জাত চেনাচ্ছেন চলতি IPL-এ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে চলতি আইপিএল (IPL 2023)। প্রতি সপ্তাহে একাধিক উত্তেজক ম্যাচ উপহার পাচ্ছে ক্রিকেটপ্রেমীরা। কখনো বিরাট বড় রান চেজ, আবার কখনো লো স্কোরিং থ্রিলার, উত্তেজনার সবরকম উপাদান মজুদ রয়েছে চলতি টুর্নামেন্টে। এখনো পর্যন্ত কোনও দলেই পুরোপুরি প্রতিযোগিতা থেকে ছিটকে যায়নি, আবার কোনও দলই প্লে অফে নিজেদের অবস্থান পুরোপুরি ভাবে নিশ্চিত করে ফেলেনি।

তবে আজকে আমাদের এই প্রতিবেদন এমন তারকাতে নিয়ে যারা আর ভারতীয় দলে কোনওদিনও ফিরতে পারবেন না। তা সত্ত্বেও তাদের পারফরম্যান্সে কোন কমতি দেখা যাচ্ছে না। নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজও তারা নিজে নিজে দলের জন্য হয়ে উঠছেন অপরিহার্য। একে একে দেখে নেওয়া যাক সেই দিন তারকাকে।

chawla mi

পীযুষ চাওলা: অসাধারণ ফর্মে রয়েছেন চলতি আইপিএলে। সাধারণত তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। কৃপণ বোলিং করার পাশাপাশি নিয়মিত উইকেট তুলে পার্পল ক্যাপ জয়ের দৌড়েও রয়েছেন তিনি। তার অভিজ্ঞতা রোহিত শর্মা চমৎকারভাবে কাজে লাগাচ্ছেন। ইতিমধ্যেই তার ঝুলিতে চলে এসেছে ১১ টি উইকেটে।

mishra lsg

অমিত মিশ্র: ৪০ বছর বয়সেও নিচের লেগস্পিনের ভেলকিতে বড় বড় তারকাদের পরাস্ত করছেন। খুব বেশি হয়তো উইকেট নিচ্ছেন না এই অভিজ্ঞ লেগ স্পিনার কিন্তু তার বিরুদ্ধে বড় শট খেলতে পারছেন না আইপিএলের প্রতিটি দলের পাওয়ার হিটাররা। মাত্র ৬.৫ ইকোনোমি রেটে ৪ টি ম্যাচ খেলে ৪ উইকেট নিয়ে নিয়েছেন তিনি।

ishant dc

ইশান্ত শর্মা: তিনি দলে ফেরার পর থেকেই জয়ের রাস্তায় ফিরেছে দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অসাধারণ বোলিং করে নিজের অভিজ্ঞতাকে ডেভিড ওয়ার্নারের কাছে অত্যন্ত প্রয়োজনীয় করে তুলেছেন এই তারকা পেসার। ইতিমধ্যে দুই ম্যাচ খেলে ৬-এর থেকে কম ইকোনমি রেটে তিন উইকেট নিয়ে নিয়েছেন ইশান্ত।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর