বিষ পান করা তিন শিক্ষিকার অবস্থা আশঙ্কাজনক, নিয়ে যাওয়া হল আইসিইউতে

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে বেতন বৃদ্ধি এবং বদলির প্রতিবাদে মঙ্গলবার বিকাশ ভবনের সামনে চলছিল অবস্থান-বিক্ষোভ। কিন্তু হঠাৎই পাল্টে যায় গোটা বিক্ষোভের চেহারা, কারণ পুলিশ বাধা দিতে এলে প্রকাশ্য রাস্তায় বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন ৫ শিক্ষিকা। নজিরবিহীন এই ঘটনা রীতিমতো নাড়িয়ে দেয় গোটা প্রশাসনকে। আশঙ্কাজনক অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় বিধান নগর স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু শিখা দাস এবং জ্যোৎস্না টুডু নামে দুই শিক্ষিকার অবস্থা ছিল মারাত্মক। শেষ পর্যন্ত তাদের টান্সফার করা হয় এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে।

হাসপাতালেও শুরু হয় বিড়ম্বনা, অভিযোগ ওঠে প্রথম পর্বে সেভাবে গা করেনি চিকিৎসক কিম্বা নার্সরা। অনেক পরে শুরু হয় চিকিৎসা। ছতলার এমএফসি ওয়ার্ডে শুরু হয় ওয়াশ। আপাতত হাসপাতাল সূত্রে খবর প্রায় ৪০ থেকে ৫০ গ্রাম কীটনাশক উদ্ধার হয়েছে এনাদের শরীর থেকে। ক্ষতি হয়েছে লিভার এবং ফুসফুসেরও। শিখা এবং জ্যোৎস্নার সাথে সাথে অবস্থা আশঙ্কাজনক পুতুল জানা মন্ডলেরও। তাকে স্থানান্তরিত করা হয়েছে আইসিইউতে।

তবে অনিমা নাথ এবং ছবি দাসের অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। শিখা এবং জ্যোৎস্না এনআরএসে থাকলেও বাকিরা এখন রয়েছেন আরজিকর হাসপাতালে। তাদের দাবি ছিল একটাই, আন্দোলন করার জন্য কেন অনৈতিকভাবে বদলি করা হবে তাদের? কিন্তু কর্ণপাত করেনি সরকার। আর সেই কারণেই প্রকাশ্য মহানগরের রাস্তায় ঘটে গেল এমন এক দুঃখজনক ঘটনা।

প্রসঙ্গত উল্লেখ্য, শুধু বিকাশ ভবন নয় এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেও আন্দোলন করতে দেখা গিয়েছিল শিক্ষক ঐক্য মুক্তমঞ্চকে। মঙ্গলবারও সেভাবেই প্রতিবাদে সরব হয়েছিলেন ওই শিক্ষিকারা। কিন্তু পুলিশ বাধা দিতে গেলে ঘটে যায় এই ঘটনা। এখন আগামী দিনের ঘটনা কোন দিকে মোড় নেয় সে দিকেই নজর থাকবে সকলের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর