‘৩০০ মাদ্রাসা বন্ধ করব, লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি’, তেলেঙ্গানা থেকে বড় দাবি হিমন্তের

বাংলা হান্ট ডেস্ক : কর্ণাটকে (Karnataka) হিন্দুত্ববাদী পদ্ধতিতে সাফল্য আসে নি। তবে এবার তেলাঙ্গানাতেও ফের একই অঙ্ক কষছে বিজেপি (Bharatiya Janata Part। কর্ণাটকে ভরাডুবির একদিন পরই তেলাঙ্গানার (Telengana) করিমনগরে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী (Himant Biswa Sarma) ‘হিন্দু একতা যাত্রা’র সভামঞ্চ থেকে হিমন্ত বলেন, ‘আমরা অসমে লাভ জিহাদ বন্ধ করার জন্য কাজ করছি। আমরা রাজ্যের মাদ্রাসাগুলি বন্ধ করার জন্যও কাজ করছি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর অসমে ৬০০ মাদ্রাসা বন্ধ করে দিয়েছি। আমি ওয়াইসিকে বলতে চাই যে আমি এ বছর আরও ৩০০টি মাদ্রাসা বন্ধ করে দেব।’

এর আগে কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়ে বেলাগাভিতে হিমন্ত বলেছিলেন, ‘বাংলাদেশ থেকে লোকজন অসমে এসে আমাদের সভ্যতা ও সংস্কৃতির জন্য হুমকি সৃষ্টি করছে। আমি ৬০০টি মাদ্রাসা বন্ধ করেছি এবং আমি বাকি সব মাদ্রাসাও বন্ধ করে দিতে চাই। কারণ আমরা মাদ্রাসা চাই না। আমরা চাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়।’

Himanta Biswa Sarma

 

করিমনগরের সভায় হিমন্ত দাবি করেন, দেশে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হবে এবং বহুবিবাহের অবসান ঘটবে। তিনি বলেন, ‘ভারতে এমন কিছু লোক আছে যারা ভেবেছিল তারা চারজন মহিলাকে বিয়ে করতে পারে। কিন্তু, আমি তাদের বলতে চাই তুমি চারটা বিয়ে করতে পারবে না। সেই দিন শেষ হতে চলেছে। সে দিন বেশি দূরে নয়, যেদিন ভারতে ইউনিফর্ম সিভিল কোড আসতে চলেছে। ভারতকে সত্যিকারের ধর্মনিরপেক্ষ জাতি হিসেবে গড়ে তোলার সময় এসেছে।’

রবিবারের সভা থেকে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকেও আক্রমণ শানান হিমন্ত। কেসিআর-কে ‘রাজা’ বলে সম্বোধন করে তিনি বলেন, ‘রাজার আর মাত্র পাঁচ মাস বাকি। তেলাঙ্গানায় আমাদের রাম রাজ্য দরকার এবং এটাই আমাদের লক্ষ্য। হিন্দু সভ্যতার ভিত্তিতে তেলাঙ্গানাকে রাম রাজ্য হিসেবে গড়তে হবে।’

‘লাভ জিহাদ’, ‘অভিন্ন দেওয়ানি বিধি’ নিয়ে মুখ খুললেন। পাশাপাশি তিনি আরও বলেন, ‘আমরা অসমে আরও ৩০০টি মাদ্রাসা বন্ধ করে দেব এবছর’।

তেলাঙ্গানা বিজেপির সভাপতি তথা সাংসদ বন্দি সঞ্জয় কুমারের আয়োজিত ‘হিন্দু একতা যাত্রা’য় অংশ নেন হিমন্ত। করিমনগরের সেই সভা থেকেই হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে তোপ দাগেন হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, এবছরের শেষের দিকেই অনুষ্ঠিত হবে তেলাঙ্গানা বিধানসভা নির্বাচন।

‘হিন্দু একতা যাত্রা’র সভামঞ্চ থেকে হিমন্ত বলেন, ‘আমরা অসমে লাভ জিহাদ বন্ধ করার জন্য কাজ করছি। আমরা রাজ্যের মাদ্রাসাগুলি বন্ধ করার জন্যও কাজ করছি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর অসমে ৬০০ মাদ্রাসা বন্ধ করে দিয়েছি। আমি ওয়াইসিকে বলতে চাই যে আমি এ বছর আরও ৩০০টি মাদ্রাসা বন্ধ করে দেব।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর