সুখবর এলো ভারতীয় দলের সামনে, রোহিতদের পয়মন্ত মাঠেই আয়োজিত হবে সিরিজের তৃতীয় টেস্ট

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল (Team India)। অস্ট্রেলিয়াকে ইনিংস এবং ১৩২ রানের ব্যবধানে হারিয়ে নাগপুর টেস্টে (Nagpur Test) জয় পেয়েছে রোহিত শর্মারা (Rohit Sharma) । অধিনায়কের পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারতের দুই স্পিন অস্ত্র রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin)। দুজনের স্পিনার ভেলকিতে ২ ইনিংসে অস্ট্রেলিয়া ভেঙে পড়েছিল তাসের ঘরের মতো।

দিল্লি টেস্টের আগে আরো অতিরিক্ত দুই দিন বিশ্রাম পেয়ে গিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলই। রোহিত শর্মা নিজেই জানিয়ে দিয়েছেন যে তারা একবারও প্রত্যাশা করেননি যে এত সহজে জয় আসবে। তবে রবিচন্দ্রন আসবেন আশঙ্কা প্রকাশ করেছেন যে পরের টেস্টে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর প্রানপণ চেষ্টা করবে। কিন্তু তাদের সেই সুযোগ দিতে চায় না ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট জিতলে তৃতীয় টেস্টের আগেই নিশ্চিত হয়ে যাবে যে ভারত এই সিরিজ কোনওভাবেই খোয়াবে না।

test ashwin team india

কিন্তু এই তৃতীয় টেস্ট নিয়েই শুরু হয়েছে সমস্যা। প্রাথমিকভাবে ঠিক ছিল যে ধর্মশালার পিসিএ স্টেডিয়ামে এই ম্যাচটি খেলা হবে। কিন্তু ধর্মশালার আউটফিল্ডের কাজ এখনো শেষ হয়নি। মাঠটি এখনো একটি গোটা টেস্ট ম্যাচের ধকল সামলানোর জন্য প্রস্তুত নয়। ফলে নতুন ভেন্যু ঘোষণা হবে, এমনটা আগে থেকেই নির্ধারিত ছিল। অবশেষে আজ বিসিসিআই নিশ্চিত করল তৃতীয় টেস্টের ভেন্যু।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে এই তৃতীয় টেস্ট ম্যাচটি আয়োজিত হবে বলে বিসিসিআই নিশ্চিত করেছে। ২০০৬ সাল থেকে এই ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হয়ে আসছে। এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র স্টেডিয়ামগুলির মধ্যে একটি। এই স্টেডিয়ামে ভারতের রেকর্ডও দুর্দান্ত। ভারতীয় দল এখানে কেবলমাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ হেরেছে।

কিছুদিন আগেই এই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচ খেলে জয় পেয়েছে ভারত। রোহিত শর্মা এবং শুভমন গিলের শতরানে ভর করে ভারতীয় দল ৩৮৬ রানের লক্ষ্য কিউয়িদের সামনে রেখেছিল। এরপর শার্দূল ও কুলদীপের দুর্দান্ত বোলিংয়ে ভর করে ১০০ রানের ব্যবধানে ম্যাচ জিতেছিল ভারত।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর