২০০০ টাকা জরিমানা, চার মাসের জেল! পলাতক বিজয় মাল্যর সাজা শোনালো সুপ্রিম কোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ২০১৭ সালের আদালত অবমাননার একটি মামলায় এদিন পলাতক ব্যবসায়ী বিজয় মাল্যর (Vijay Mallya) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি হয় এবং সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর অবশেষে বিজয় মাল্যকে চার মাসের জেল এবং ২০০০ টাকার জরিমানা করল সুপ্রিম কোর্ট। ২০১৭ সালে হাইকোর্টের আদেশ অবমাননা করে নিজের ছেলে-মেয়েদের কাছে ৪০ মিলিয়ন ডলারের মত অর্থ আদান-প্রদান করেছিলো এই ব্যবসায়ী আর সেই মামলাতেই এদিন তাকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি জেলে হেফাজতের নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি।

প্রসঙ্গত, ২০১৭ সালে আদালত অবমাননার মামলায় এদিন ব্যবসায়ী বিজয় মাল্যর বিরুদ্ধে রায় দান হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। সেই সংক্রান্ত শুনানি শেষেই অভিযুক্তকে চার মাসের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। উল্লেখ্য, এই মামলায় 40 মিলিয়ন ডলার স্থানান্তর করে আদালতের আদেশ লঙ্ঘন করেছিলো বলে অভিযোগ ওঠে উক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে।

এদিন শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানায়, “বর্তমানে ২০০০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজয় মাল্যকে। এই জরিমানা যদি সঠিক সময় মত দেওয়া না হয়, তাহলে জেল হেফাজতের সময়সীমা আরো দুই মাস বাড়িয়ে দেওয়া হবে। এক্ষেত্রে কোনো রকম অনুশোচনা না দেখানোর জন্য সাজা আরো বাড়তে পারে।”

Vijay Mallya ed

এক্ষেত্রে অতীতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ অন্যান্য ব্যাঙ্কগুলি অভিযোগ করে যে, বিজয় মাল্য তার একাধিক তথ্য গোপন করে এবং একইসঙ্গে কর্ণাটক হাইকোর্ট দ্বারা দেওয়া আদেশের লঙ্ঘনও করে অভিযুক্ত। এক্ষেত্রে আদালতের সকল নির্দেশ উপেক্ষা করে পুত্র সিদ্ধার্থ এবং কন্যা লিয়ানা ও তানিয়া মাল্যকে টাকা প্রদান করেন ব্যবসায়ী; যার জেরেই সুপ্রিম কোর্টের এহেন রায়দান বলে মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর