৯৩ এনকাউন্টারে ৪২ পাকিস্তানি সহ নিকেশ ১৭২ জঙ্গি! ২০২২-র হিসেব পেশ করল কাশ্মীর পুলিশ

বাংলা হান্ট ডেস্ক : ২০২২ সালে জম্মু কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনের খতিয়ান সামনে এল। পরিসংখ্যান বলছে কাশ্মীরে (Kashmir) ৯৩টি সফল এনকাউন্টারে নিহত হয়েছে মোট ১৭২ জন জঙ্গি। এই নিহত ১৭২ জন জঙ্গির মধ্যে ৪২ জন বিদেশি। এবং তারা প্রত্যেকেই পাকিস্তানের (Pakistan) নাগরিক। চলতি বছরের শেষ দিনে এমনই দাবি করলেন কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার। আজ শনিবার তিনি বলেন, ‘২০২২ সালে কাশ্মীরে মোট ৯৩টি সফল এনকাউন্টারে ৪২ জন বিদেশি সন্ত্রাসী-সহ ১৭২ জন সন্ত্রাসীকে নিকেশ করা হয়েছে।’

এডিজিপি এদিন আরও জানান, এই ১৭২ জন জঙ্গির মধ্যে ১০৮ জন লস্কর – ই – তৈবা, টিআরএফ এবং জৈশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের মোট ৩৫ জন জঙ্গিকে নিকেশ হয়েছে। হিজবুল মুজাহিদীনের মোট ২২ জন সন্ত্রাসী রয়েছে নিহতের তালিকায়। এছাড়া, আল-বদর জঙ্গি সংগঠনের ৪ জন সন্ত্রাসী ও আনসার-উল-গাজওয়াতুল হিন্দ জঙ্গি সংগঠনের ৩ জন সন্ত্রাসীকে নিকেশ করা হয়েছে।

jammu 2

কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার আরও বলেন, এই বছর সন্ত্রাসী সংগঠনে নতুন নিয়োগের মোট ১০০টি খবর পাওয়া গিয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৩৭ শতাংশ কম। সর্বাধিক ৭৪ জন জঙ্গি লস্কর-ই-তৈবাতে যোগদান করেছে। মোট নিয়োগের মধ্যে এনকাউন্টারে ৬৫ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে, ১৭ জন জঙ্গি গ্রেফতার হয়েছে।’ এছাড়া আরও ১৮ জন সন্ত্রাসী এখনও সক্রিয় রয়েছে বলে জানা বিজয় কুমার।

জম্মু কাশ্মীরের পুলিস জানিয়েছে, সন্ত্রাসবাদীদের মদত করার জন্য মোট ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে যে সমস্ত আতংকবাদীরা এখনও বেঁচে আছে তারা মাঝেমধ্যেই টার্গেট কিলিং এর মাধ্যমে রক্তাক্ত করছে ভূস্বর্গকে। তাদের নিকেশ করার জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছে সুরক্ষা বাহিনী। জম্মু কাশ্মীরের পুলিসের দাবি এটাই প্রমাণ করে যে খুব তাড়াতাড়িই উপত্যকা থেকে সন্ত্রাসবাদ সমূলে বিনাশ হতে চলেছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর