আজ থেকে আগামী ৬ দিন চাঁদের সাথে দেখা যাবে একসাথে ৫ টি গ্রহ! খালি চোখেই দেখতে পাবেন এই বিরল দৃশ্য

বাংলা হান্ট ডেস্কঃ এমনিতে তো মহাকাশে (Space) থাকা গ্রহ (Planets) গুলোকে সহজেই দেখা সম্ভব না। কিন্তু আজ থেকে এক সপ্তাহ পর্যন্ত আপনি মহাকাশে এরকমই অদ্ভুত মহাকাশীয় দৃশ্য দেখতে পারবেন। উল্লেখ্য, আজকের দিন সকালে সূর্যোদয়ের আগে ৫ টি গ্রহকে চাঁদের সাথে কোন টেলিস্কোপ ছাড়াই খালি চোখে দেখতে পারবেন। এই অদ্ভুত দৃশ্য দেখতে দূরবীন অথবা কোন বিশেষ চশমারও সাহায্য নিতে হবে না আপনাকে। খোলা চোখেই মহাকাশের এই বিরল দৃশ্য আপনি আজ থেকে দেখতে পারবেন।

598221

সূর্যোদয়ের প্রায় ৪৫ মিনিট আগে আপনি প্রকৃতির এই বিরল দৃশ্যের সাক্ষী হতে পারবেন। এই সময়ে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আর শনিকে একসাথে দেখতে পারবেন। এই মহাকাশীয় বিরল দৃশ্যে চাঁদকেও দেখতে পারবেন আপনি। আপনি যখন এই দৃশ্য দেখবেন, তখন অস্বাভাবিক ভাবে আকাশে জ্বলে ওঠা কয়েকটি তারা দেখতে পারবেন।

উত্তর পূর্ব কোনে জ্বলজ্বল করতে দেখা যাবে। শনি আর বৃহস্পতি গ্রহকে দক্ষিণ পশ্চিম দিকে জ্বলজ্বল করতে দেখা যাবে। তবে বুধ গ্রহকে দেখতে বেশ সমস্যার সন্মুখিন হতে হবে আপনাকে। কারণ বুধকে চাঁদের দক্ষিণের কিছু ডিগ্রি তফাতে দেখতে পাওয়া কথা। আর এই কারণে খালি চোখে চাঁদ দেখা একটু মুশকিল হতে পারে।

বিশেষজ্ঞদের মতে রবিবার রাত থেকে এক সপ্তাহ মানে ২৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সূর্যোদয়ের আগে আপনি এই অদ্ভুত মহাকাশীয় দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন। এরপর এরকম দৃশ্য দেখার জন্য আপনাকে আবার ২০২২ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর