পঞ্চায়েতের আগেই দিলীপ ম্যাজিক! নারায়নগড়ে এমন কাণ্ড হল, মাথায় বাজ তৃণমূলের

বাংলা হান্ট ডেস্কঃ হাতে মাত্র গোনা কয়েকদিন। তারপরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। ভোটের আবহে একদিকে শেষ মুহূর্তের তোড়জোড়ে ব্যস্ত সকল রাজনৈতিক দল। অন্যদিকে সেই সঙ্গেই পড়েছে দলবদলের হিড়িক। ভোট যত কাছে আসছে, ততই বেড়ে চলেছে দলবদল।

এই মধ্যে বুধবার নারায়নগড়ে নির্বাচনী প্রচার সভায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) হাত ধরে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী (TMC Workers) ঘাসফুল ছেড়ে যোগ দিলেন গেরুয়া শিবিরে। দাবি দলীয় নেতৃত্বের। সূত্রের খবর, এদিন শাসকদলের প্রাক্তন অঞ্চল সভাপতি সহ আরও ৫০ জন কর্মী বিজেপিতে (BJP) নাম লেখান।

একদিকে রাজ্যের দুয়ারে যখন ভোট, ঠিক সেই সময় এই যোগদান নিয়ে উচ্ছসিত গেরুয়া শিবির। এই প্রসঙ্গে বিজেপি উত্তর মণ্ডল সভাপতি সত্যজিৎ দে জানান, ‘ চার নম্বর কুনালপুর অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি সহ আরও ২৭ জন অঞ্চল নেতৃত্ব সভায় এসেছে বিজেপিতে যোগদান করেছে। পাশাপাশি দিলীপবাবুর হাত ধরে আরও ৫০ জন আজ বিজেপিতে এসেছেন।”

তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগদান করে তৃণমূলের প্রাক্তন সভাপতি পূর্ণচন্দ্র দে বলেন, ‘তৃণমূলে যারা চোর ডাকাত, তারাই মূল্য পাচ্ছে এখন। প্রথম থেকে থাকা সাধারণ কর্মীদের মূল্য, সন্মান কোনোটাই নেই। মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে ঢেকে গিয়েছে দল’।

bjp tmc

যদিও একজোটে ৫০ জন নেতা-কর্মীর দলবদল নিয়ে চিন্তিত নয় ঘাসফুল শিবির। স্থানীয় নেতৃত্বের দাবি, যারা দল ত্যাগ করেছেন, তাদের সঙ্গে বহুদিন যাবৎ দলের কোনও সম্পর্ক ছিল না। কে গেল, কে রইল সেই নিয়ে দলের কোনও মাথাব্যাথা নেই বলেও দাবি তৃণমূল শিবিরের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর