কোভিড আক্রান্ত ১২০০ রেলকর্মী, শিয়ালদায় বাতিল ৫৪ জোড়া লোকাল

বাংলা হান্ট ডেস্ক: করোনা আক্রান্ত বহু রেলকর্মী। শুধুমাত্র শিয়ালদা ডিভিশনেই করোনায় আক্রান্ত প্রায় ৭৫০ রেলকর্মী। এই পরিস্থিতিতে শিয়ালদা সেকশনে মোট ৫৪ জোড়া লোকাল ট্রেন বাতিল। পূর্ব রেল সূত্রের খবর, করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ১২০০ জন কর্মী। এই পরিস্থিতিতে শিয়ালদা ডিভিশনে ১০৮টি লোকাল বাতিল হলে সাধারণ যাত্রীদের অসুবিধা হবে না। কারণ, বাতিল ট্রেনের বেশিরভাগই নন পিক আওয়ারের।

সরাসরি ট্রেন চালানোর সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে মোটরম্যান, গার্ড, সিগন্যাল ও টেলিকম বিভাগের কর্মীরা, বিভিন্ন ইয়ার্ড ও শেডের কর্মীরা সংক্রমণের শিকার হওয়াতেই এমন অবস্থা হয়েছে বলে জানাচ্ছেন পূর্ব রেলের কর্মীদেরই একাংশ। জানা গিয়েছে, হাওড়া অর্থোপেডিক হাসপাতাল এবং শিয়ালদহে বি আর সিং হাসপাতালে নতুন করে রোগী নেওয়ার মতো জায়গাই নেই। এর মধ্যে বিআর সিং হাসপাতালের চিকিৎসকদের কয়েক জন জানাচ্ছেন হাসপাতালে যে ‘রিকভারি ওয়ার্ড’ খোলা হয়েছে তার অবস্থাও ভয়াবহ। এই কারণেই অনেকে হোম আইসোলেশনে থাকতে বাধ্য হচ্ছেন।

শিয়ালদা ডিভিশনে শুধু লোকাল ট্রেন নয়, একগুচ্ছ স্পেশাল ট্রেনও বাতিল হয়েছে । ৪ তারিখ থেকে বাতিল হওয়া স্পেশাল ট্রেনগুলি যথাক্রমে আপ এবং ডাউন হাওড়া-বোলপুর শান্তিনিকেতন, শিয়ালদহ-আসানসোল, হাওড়া-সিউড়ি, ভাগলপুর-মুজফ্ফরপুর, নবদ্বীরধাম-মালদা টাউন, আসানসোল-দীঘা, আসানসোল-টাটানগর। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া বন্ধ থাকবে এই ট্রেনগুলি।

দেশজুড়ে ভয়াবহ হয়ে উঠেছে করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৪ লক্ষ। ২৪ ঘণ্টায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। রাজ্যের পরিস্থিতিও ভয়ঙ্কর। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল, বাড়ছে সংক্রমণ। প্রভাব পড়ছে বিভিন্ন জরুরি পরিষেবায়।

 

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর